অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আয়োজিত হল আন্তঃরাজ্য ব্লাইন্ড ক্রিকেট প্রতিযোগিতা। এই প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতি কুমার ত্রিপুরা, বিধায়ক কৃষ্ণধন দাস, উপস্থিত ছিলেন সমাজসেবক হীরালাল সাহা এবং অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সভাপতি ব্রজহরি দেবনাথ। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শারীরিক প্রতিবন্ধীরা যে কোন অংশে কম নয় সেটা খেলাধুলা হোক কিংবা অন্য কোন মেধাযুক্ত প্রতিযোগিতা তা সর্বসম্মুখে তুলে ধরা হবে। আমরা জানি সব মানুষ সমান নয়, তাই শারীরিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহ প্রদান করা তারা যেন নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে সমাজের প্রতিষ্ঠিত হয়ে উঠতে পারে এই বার্তা সমাজের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে পৌঁছানো হলো এই প্রতিযোগিতার প্রধান লক্ষ্য।



