আমাদের রাজ্যে বিভিন্ন কলা কৌশলের দিক দিয়ে প্রতিভাবান শিল্পীর অভাব নেই, যার মধ্যে অন্যতম হলো জিবি পূর্ব চাঁনমারি এলাকার বিজয় দেবনাথ। যিনি তার নিপুন কলা কৌশলী দিয়ে মুগ্ধ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী, সাংসদ প্রতিমা ভৌমিক, এবং বিধায়ক ডাক্তার দিলীপ দাসসহ অন্যান্য গুণমুগ্ধ ব্যক্তিদের। তার হাতের নিপুন কলা দেখে আশ্চর্য বোধ করলেন অনেকে। কেননা ম্যাচের কাঠি ও আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি নানা ধরনের জিনিস ও আর্ট যা তাক লাগিয়ে দেওয়ার মত। শনিবার আমাদের প্রতিনিধি বিজয় দেবনাথ এর বাড়িতে গিয়ে তার নিপুণ কলা কৌশলী ক্যামেরা বন্দী করেন এবং উনার কাছ থেকে উনার এই কৌশলীর মেয়াদ সম্বন্ধে জানতে চাইলে, তিনি জানান বিগত দু’বছর ধরে তিনি এই কাজের সাথে জড়িত রয়েছেন এবং তিনি এসব বিষয়ে প্রশিক্ষণও দিয়ে থাকেন ছেলেমেয়েদের, তাছাড়া তিনি এদিন আরো বলেন যদি সরকারি সাহায্য পাওয়া যায় তাহলে এ ধরনের কাজ আগামী দিনেও জারি রেখে দেশের প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের যে ডাক সেটাকে বাস্তবে রূপ দিতে পারবেন বলে। বলা চলে “হাতের কাজের কোন মার নেই” সেটাকে সঠিক পথে কাজে লাগাতে পারলেই সফলতা পাওয়া যায় সুতরাং আমরা আশাবাদী বিজয় দেবনাথ নিজের এই হাতের নিপুন কলা কৌশলীকে কাজে লাগিয়ে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবে।



