Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদফের বনদপ্তরের অবৈধ কাঠ বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য

ফের বনদপ্তরের অবৈধ কাঠ বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য

বৃহস্পতিবার সন্ধ্যা রাতে এবং শুক্রবার সকালে তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ চেরাই কাঠ ও একটি গাড়ি। জানা যায়, মুঙ্গিয়াকামি আঠারমুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকার গভীর জঙ্গলে বনদস্যুদের গোপন ডেরায় হানা দিয়ে অবৈধ চেরাই কাঠ উদ্ধার করে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। মুঙ্গিয়াকামীর আঠারমুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকার গভীর জঙ্গলে অবৈধ চেরাই কাঠ গুলো বনদস্যুদের গোপন ডেরায় ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পরেছিল। তখনই তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা কাঠ বিরোধী অভিযানে আঠারমুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকার গভীর জঙ্গলে হানা দিয়ে প্রায় ৭০ ফুট অবৈধ চেরাই কাঠ উদ্ধার করে এবং তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে উদ্ধারকৃত কাঠ গুলোকে।
অন্যদিকে, তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন মহারানীপুর সহ আরো বেশ কয়েকটি এলাকা থেকে উদ্ধার হয় আরো বিপুল পরিমাণ অবৈধ চেরাই কাঠ এবং আটক করা হয় কাঠ পাচারে ব্যবহৃত একটি বোলেরো ট্রাক গাড়িকে। যদিও বন দপ্তরের কর্মীরা এই কাঠ বিরোধী অভিযানগুলি চলাকালীন সময় কাউকেই আটক করতে পারেনি। তবে বনদপ্তর সুএে খবর, বনদপ্তরের আঁচ পেয়ে বনদস্যুরা তাদের গোপন ডেরা থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে D.F.O Jeya Ragul Geshan B জানান,,,, উদ্ধার করা অবৈধ কাঠ সহ গাড়ির বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা হবে। তবে তিনি এটাও জানান গাড়ির মালিক কে তদন্ত করে দেখা হচ্ছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য