জানা যায়, যাত্রী নিয়ে প্রত্যন্ত নোনাছড়া এলাকা থেকে তেলিয়ামুড়া বাজারের উদ্দেশ্যে যাত্রী নিয়ে আসার সময় রাস্তায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি উল্টে খাদে পড়ে যায় নোনাছড়া এলাকায়। দুর্ঘটনায় আহত হয়ে গাড়িতে থাকা ১৬ জন যাত্রী। সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের। দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্দেশ্যে দুর্ঘটনাস্থলে যাওয়ার মাঝ পথেই তেলিয়ামুড়া দমকল বাহিনীর গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ায় মাঝ রাস্তায় আটকে পড়ে দমকল কর্মীরা। সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর পাঠানো হয় অম্পি অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে এবং অম্পি অগ্নি নির্বাপক দপ্তর থেকে একটি বড় গাড়ি আহতদের উদ্ধারের উদ্দেশ্যে নোনাছড়ায় আসার মাঝ পথেই সেই গাড়িটিও রাস্তা সরু হওয়ার কারণে আটকে পড়ে। পরবর্তীতে স্থানীয় এলাকার লোকজন একে একে আহতদের দীর্ঘ প্রায় তিন ঘন্টা পর উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তবে সকল যাত্রীই অল্প বিস্তর আহত বলে হাসপাতাল সূত্রে খবর।
তবে যাই হোক অগ্নিনির্বাপক দপ্তরের মতো জরুরী কালীন পরিষেবা মাঝপথে বিকল হয়ে পড়ায় এবং সময় মতো দুর্ঘটনাস্থলে না পৌঁছার কারণে রীতিমতো এলাকা জুড়ে বিরূপ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।



