Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন বিধায়ক পিনাকির

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন বিধায়ক পিনাকির

আমি কৃষক ঘরের সন্তান। বিগত প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে আমার পরিবার দক্ষিণ দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। ইতিপূর্বে আমাদের পারিবারিক কিছু সম্পত্তি কল্যাণপুরেও ছিল যা ১৯৯৩ সালে বিক্রি করে খোয়াই শহরে অগ্নি নির্বাপক দপ্তর এর কার্যালয় সংলগ্ন স্থানে আমরা কিছু জায়গা ক্রয় করি। আমাদের পরিবারের কয়েকজন সদস্য ওখানে থাকতে শুরু করেন সেই সময় থেকেই, আমরাও সব ভাইয়েরা বিদ্যালয় স্তরের পড়াশোনার পরে খোয়াইতে চলে গিয়েই পরবর্তী পড়াশোনা করেছি। এরপর দুই ভাই খোয়াই শহরেই প্রতিষ্টিত হন। উল্লেখ্য আমার বড় দুই ভাই ব্যবসা-বাণিজ্য করার সুবাদে ওইখানেই সংসার করছেন এবং জীবিকা নির্বাহ করছেন। আর আমি রয়ে গেছি আমার পৈত্রিক যে সম্পত্তি অর্থাৎ দক্ষিণ দুর্গাপুরের নিজেদের পুরনো বাড়িতে। এছাড়া আমার নামে ত্রিপুরা রাজ্যের কোন জায়গাতেই এক ছটাক জমি রয়েছে এমন যদি কেউ প্রমাণ করতে পারেন অথবা আমার পরিবারের নামে এক ছটাক জমি রয়েছে এমন যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমি আর কোনদিন রাজনৈতিক বা সামাজিক কাজের সাথে যুক্ত থাকব না, এই ব্যাপারে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি” কথাগুলোর বক্তা ২৭ কল্যাণ পুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী।
অতি সম্প্রতি রাজ্যের একটি প্রভাতী দৈনিক পত্রিকায় পিনাকি দাস চৌধুরীকে পরোক্ষভাবে জড়িয়ে সংবাদ পরিবেশন করে বলা হয় কল্যাণপুরের বিধায়কের নাকি আয়ের থেকে সঙ্গতি বহির্ভূত সম্পত্তি রয়েছে, এছাড়া নানান ভাবে উনি এবং ওনার পরিবার সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও অনৈতিকভাবে ব্যবহার করছেন বলেও প্রকাশিত সংবাদে ইঙ্গিত করা হয়েছে। এই সংবাদের পরপরই বিধায়ককে জড়িয়ে সামাজিক মাধ্যমেও একটা বিষয় ভাইরাল করে বলা হয়েছে উনি নাকি কল্যাণপুরের গোপালনগর, রাজধানীর রামনগর, ইন্দ্রনগর সহ উদয়পুরে বহু মূল্যের জায়গা ক্রয় করেছেন। এছাড়া বহুতল বিল্ডিংও নাকি তৈরি করার পাশাপাশি অবৈধভাবে মৎস্য ব্যবসার সাথে যুক্ত থাকার বিষয় উল্লেখ করার পাশাপাশি উনার এক ভাইয়ের নামে বিলিতি মদের লাইসেন্স‌ও নাকি রয়েছে । এই সমস্ত বিষয়গুলির তীব্র প্রতিবাদ জানিয়েই আজ কল্যাণপুর প্রেসক্লাবে বিধায়ক পিনাকী দাস চৌধুরী এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
সাংবাদিক সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রকাশিত সংবাদের প্রতিটা বিষয়ের তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। শ্রী চৌধুরী দাবি করে বলেন কোন প্রকারের অনৈতিক কাজের সাথে উনি এবং উনার পরিবার কোনভাবেই যুক্ত নয়, এর পরেও যারা বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তিনি প্রত্যেকের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যদি কারো ক্ষমতা থাকে তাহলে তথ্য প্রমাণ সহ সংবাদ পরিবেশন বা সামাজিক মাধ্যমে প্রচার করুক। এর পাশাপাশি খুব শীঘ্রই এই সমস্ত বিষয় নিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী যে আইনের দ্বারস্থ হতে চলেছেন সে বিষয়টা এই সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দিয়েছেন তিনি। তিনি আরো বলেন রাজনীতিতে থাকার সুবাদ এই বিষয়গুলো পেছনে কারা কারা জড়িত, কারা কারা চক্রান্ত করছে, পর্দার পেছন থেকে কারা দলের ভিতকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে সবকিছুই উনার নখদর্পণে রয়েছে। যারা পর্দার পেছনে থেকে কলকাঠি নাড়ছেন, তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন আসলে দিনের পর দিন অতীতকে পেছনে ফেলে কল্যাণপুরের উন্নতি হচ্ছে দ্রুত, সেইসব উন্নয়নের গতিকে রুদ্ধ করে দেওয়ার জন্যই বিভ্রান্ত করার অঙ্গ হিসাবে এই সমস্ত রাস্তার অবলম্বন করা হচ্ছে। পরিশেষে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিধায়ক পিনাকী দাস চৌধুরী সংবাদ মাধ্যমের প্রতি আবেদন করে বলেন, ভুল ভ্রান্তি থাকলে ধরিয়ে দিন, অনৈতিক কোন কাজ থাকলে তথ্যসমৃদ্ধ ভাবে সংবাদ পরিবেশন করুন, কিন্তু অযথা বিভ্রান্ত করার জন্য তথ্য বহির্ভূত মনগড়া সংবাদ পরিবেশন করে জনমানসে বিভ্রান্তি না ছড়ানোর জন্য‌ও সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন কল্যাণপুরের বিধায়ক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য