Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যএ বছর দুর্গাপুজোকে কিভাবে সুন্দরভাবে করা যায় সে বিষয়ে পুর নিগমের কনফারেন্স...

এ বছর দুর্গাপুজোকে কিভাবে সুন্দরভাবে করা যায় সে বিষয়ে পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো বৈঠক

আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে কিভাবে এ বছরের দুর্গা পুজোকে সুন্দরভাবে করা যায় সেই পরিকল্পনা হাতে নিয়ে আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠকে মিলিত হন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন মেয়র সংবাদ মাধ্যমকে জানান আসন্ন দুর্গোৎসবে যেন আগরতলা শহর আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ও আলোকময় থাকে এবং পুজোয় যেন মানুষের কোন প্রকার অসুবিধা না হয় , দূর্গোৎসব যেন সার্বিক ভাবে নির্ভিগ্নে কাটে তার জন্য পুর নিগমের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহন করার জন্য উদ্যোগ গ্রহন করা হয়েছে । এই প্রথম বারের মত আগরতলা পুর নিগম সিদ্ধান্ত নিয়েছে পুর নিগম এলাকার সকল ক্লাব / সংস্থা / পূজা কমিটি / পূজা উদ্যোক্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজ মানিসহ সুদৃশ্য ট্রফি দিয়ে পুরুস্কৃত করা হবে । যেমনঃ- ১ ) সেরার সেরা প্রতিমা ২ ) সেরার সেরা মন্ডপ ৩ ) সেরার সেরা থিম ৪ ) সেরার সেরা আলোক সজ্জা ও ৫ ) সম্পূর্ণ মহিলাদের দ্বারা পূজা পরিচালনার জন্য ইত্যাদি । এই ৫ টি পুরুস্কার সমগ্র আগরতলা শহরের জন্য দেওয়া হবে । সঙ্গে থাকবে ৫০ হাজার টাকা করে প্রাইজ মানি ও সুদৃশ্য ট্রফি । আবার জোন ভিত্তিকও দেওয়া হবে আরো ৪ টি করে পুরুস্কার । যেমনঃ- ১ ) সেরা প্রতিমা ২ ) সেরা মন্ডপ ৩ ) সেরা থিম ও ৪ ) সেরা আলোক সজ্জা ইত্যাদি । সঙ্গে থাকবে ২৫ হাজার টাকা করে প্রাইজ মানি ও সুদৃশ্য ট্রফি । সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে বিচারকদের রায় অনুসারে পুরুস্কার দেওয়া হবে । কোন ক্ষেত্রে একই ক্যাটাগরিতে বিচারকদের রায় অনুসারে যদি যুগ্ম পুরুস্কারের জন্য বিবেচিত হয় সেক্ষত্রে প্রাইজ মানি সমান ভাবে ভাগ করে দেওয়া হবে । পুর নিগমের ৪ টি জোনে ইতি মধ্যেই পূজার অনুমতি ফর্ম এবং এই পুরুস্কারের জন্য আবেদন পত্র বিতরন করা হচ্ছে । ক্লাব / সংস্থা / পূজা কমিটি / পূজা উদ্যোক্তাদেরপুর নিগম এলাকার সকল ক্লাব / সংস্থা / পূজা কমিটি / পূজা উদ্যোক্তাগণ নিজ নিজ জোন থেকে এই ফর্মগুলো সংগ্রহ করে নিতে পারেন । প্রতিমা নিরন্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে দশমীঘাটকে ব্যাপক সংস্কার করা হয়েছে । তার মধ্যে উল্লেখ থাকে যে রাস্তা ম্যারামতি , আলোকসজ্জা , পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা এবং অত্যাধুনিক ট্রলির মাধ্যমে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করার ব্যাবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য