বৃহস্পতিবার দুপুরে খোয়াই চেবরীস্থিত দিব্যোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে জল শক্তি অভিযানের একটি অনুষ্ঠানে রাজ্যের সাংসদ রেবতী ত্রিপুরাকে দিয়ে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন সবজির বীজ কৃষকদের মধ্যে প্রদান করালো। অনুষ্ঠান শেষে ঘটনাটি প্রকাশ্যে আসতেই কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। একজন সাংসদকে আমন্ত্রণ করে ডেকে এনে দিব্যোদয় কর্তৃপক্ষ উনাকে দিয়ে যা করাল তা ইতিপূর্বে কখনো ঘটেনি। দিব্যোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে একটি কৃষি মেলা ও জল শক্তি অভিযানের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরার সংসদ রেবতী ত্রিপুরা। এছাড়া এই অনুষ্ঠানে ছিলেন আই সি এ আর এর মুখ্য বিজ্ঞানী অসিত চক্রবর্তী, মৎস্য দপ্তরের উপ অধিকর্তা কৃষ্ণ হরি ত্রিপুরা, কৃষি উপ অধিকর্তা অরবিন্দ দেববর্মা, উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তর এর উপ অধিকর্তা সাবেন্দ্র দেববর্মা এবং দিব্যোদয়ের ইনচার্জ ডক্টর মনোজ সিংহ সাচান। জল শক্তি অভিযানের অনুষ্ঠানে সাংসদকে আমন্ত্রণ করে এনে দিব্যোদয় কর্তৃপক্ষ আলোচনাচক্রের মাঝখানে উপস্থিত কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন সবজির বীজ প্রদান করান সংসদকে দিয়ে। দেখা গেছে মুলা, ধনিয়া, টমেটো,মেথি,গাজর, বাঁধাকপি ইত্যাদি সবজির বীজ গুলো কয়েক মাস আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়েছিল। সেই মেয়াদোত্তীর্ণ বীজই কৃষকদের হাতে সংসদের মাধ্যমে প্রধান করান দিব্যোদয় কর্তৃপক্ষ। পাশাপাশি এরা একটি কৃষি মেলারও আয়োজন করে। যার উদ্বোধন করেন সংসদ।যে মেলা প্রতিবছর ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে সেই মেলা দিব্যোদয় কর্তৃপক্ষ নিজেদের নাম কামানোর জন্য কিছু সবজি ফারমার্স ক্লাবের সদস্যদের থেকে এনে সাজিয়ে রেখে দেন।দিব্যোদয় কর্তৃপক্ষের এহেন আচরণে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে।



