পূর্বঘোষিত সুচি অনুযায়ী আজ যথেষ্ট সাড়া তৈরি করে গোটারাজ্যের সাথে সঙ্গতি বজায় রেখে কল্যাণপুর আর ডি ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল গুলির মধ্যে স্বচ্ছতাই সেবা শীর্ষক পক্ষকাল ব্যাপী সামাজিক প্রকল্পের সূচনা হয়।
এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় কল্যাণপুর আর ডি ব্লক কার্যালয়ের সামনে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কল্যাণপুর ব্লক কার্যালয়ের সামনে সাড়া জাগিয়ে স্বচ্ছ ভারত কর্মসূচি সংঘটিত করা হয়।এদিনের এই স্বচ্ছ ভারত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, ছিলেন ব্লকের বিডিও তরুণ কান্তি সরকার, এডিশনাল বিডিও দিলীপ দেবনাথ, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাজীব পাল সহ অন্যান্যরা। এদিকে এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে কল্যাণপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তরুণ কান্তি সরকার আশাবাদ ব্যক্ত করে বলেন সবার সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে পক্ষকাল ব্যাপী স্বচ্ছতাই সেবা শীর্ষক কর্মসূচি কল্যাণপুর ব্লক এলাকায় সাফল্যমন্ডিত হবে। কল্যাণপুর ব্লক কার্যালয়ের সামনে স্বচ্ছতাই সেবা শীর্ষক আজকের এই কর্মসূচি ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। জানা গেছে আনুষ্ঠানিকভাবে আজ ব্লক চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলেও আগামী 15 দিনব্যাপী গোটা ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল গুলোর মধ্যে একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণের মাধ্যমে এই স্বচ্ছতাই সেবা কর্মসূচি বাস্তবায়িত হবে।।



