রাজ্য জুড়ে চুরির ঘটনা দিন দিন যেন বেড়ে চলছে । ওইসব চুরির ঘটনা গুলি লাগাম টানতে পারছে না পুলিশ প্রশাসন । যার ফলে এবার আমজনতা চুরকে পাকড়াও করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিতে হচ্ছে । ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন তৃষা বাড়ি রেলস্টেশন চত্বরে বৃহস্পতিবার। এদিন এক দাগী চুর রেলস্টেশন চত্বরে সোহাগ দাস নামে জনৈক ব্যক্তির দোকান থেকে নগদ অর্থ চুরি করে পালিয়ে যাবার পথেই স্টেশন চত্বরে বিভিন্ন হকাররা ঘটনাটি প্রত্যক্ষ করে চুরকে পাকড়াও করে । ওই সময় সোহাগ দাস নামে জৈনক দোকানি প্রাকৃতিক কৃয়া কর্ম করার জন্য পাশে বাথরুমে গিয়েছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে চুর গৌতম তাঁতি তার হাত সাফাই করে। পরে স্টেশন চত্বরে থাকা বিভিন্ন হকাররা চুর গৌতম তাঁতিকে পাকড়াও করে উওম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় । অন্যদিকে স্টেশন চত্বরে জি.আর.পি পুলিশ থাকলেও না থাকার মত বলে অভিযোগ । দোকানি সোহাগ দাস অভিযোগ করে জানান,, রেলস্ট্রেশন চত্বরে নিত্যদিন চুরির ঘটনা সংঘটিত হলেও জি.আর.পি পুলিশের ভূমিকা অনেকটা নিষ্প্রভ । অভিযোগ এই স্টেশন চত্বরে চুরের দল নিত্যদিন মোবাইলসহ বিভিন্ন সামগ্রী যাত্রীদের থেকে চুরি করে নিয়ে যাচ্ছে এমনই অভিযোগ অহরহ থাকলেও জি.আর.পি পুলিশের ভূমিকা হতা সাজানক । চুরের উৎপাতে স্টেশন চত্বরে যাত্রী সাধারণের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে । জানা গেছে ধৃত চুর গৌতম তাঁতির বাড়ি খোয়াই থানাধীন এলাকায় ।



