Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগভীর রাতে একই দিনে দুটি দোকানে চুরি ঘটনা কৈলাশহর পদ্মের পাড় এলাকায়

গভীর রাতে একই দিনে দুটি দোকানে চুরি ঘটনা কৈলাশহর পদ্মের পাড় এলাকায়

SLUG-.. KLS..
আবারও গভীর রাতে একইদিনে দুইটি দোকান চুরি হওয়ায় শহর বাসীর মধ্যে তীব্র আতংক বিরাজ করছে। ফের পুলিশের ভুমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। তাও আবার পুর পরিসদের ভি.আই.পি এলাকায় এই চুরির ঘটনা ঘটে। ঘটনা কৈলাসহর পুর পরিসদের পাইতুরবাজার এবং পদ্মের পাড় এলাকায়। ত্রিপুরা রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বিরজিত সিনহার কৈলাসহরের পদ্মের পাড় এলাকায় নিজ বাড়ির পাশেই একটি কাঠের ফার্নিচারের দোকানের টিনের ভেড়া কেটে দোকান থেকে মুল্যবান লোহার যন্ত্রপাতি সহ দামী আসবাবপত্র নিয়ে যায়। দোকান মালিক সমীরণ দেব জানান যে, প্রতিদিনের মতো গতকাল রাত অনুমানিক আটটা নাগাদ দোকান বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখেন, উনার দোকানের টিনের ভেড়া কাটা। সাথে সাথেই দোকান মালিক সমীরণ দেব আশপাশের মানুষদের ডেকে এনে দোকানের ভিতর ঢুকে হতভম্ব হয়ে পড়েন। সমীরণ দেব সকাল নয়টা নাগাদ কৈলাসহর থানায় লিখিত ভাবে অভিযোগ জানানোর প্রায় চার ঘন্টা পর পুলিশ দোকানে তদন্তে আসে। অথচ থানা থেকে দোকানে পায়ে হেটে আসলেও পনেরো মিনিটের বেশি লাগবে না। সমীরণ দেব এও জানান যে, রাতে পুলিশের দেখা মেলে না এবং পুলিশের পেট্রোলিংও দেখা যায় না। তবে, দোকান মালিক সন্দেহ মুলক দূর্গানগর এলাকার এক দাগী চোরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বলেও জানানঅপরদিকে, একই রাতে কৈলাসহর পুর পরিসদের পাইতুরবাজার এলাকায় অবস্থিত কৈলাসহরের মোটরস্ট্যান্ড। এই মোটরস্ট্যান্ডের পাশেই প্রিয়াংশু দেবের মুদি দোকানও চুরি হয়েছে। প্রিয়াংশু দেবের মুদি দোকান থেকে নগদ টাকা সহ প্রায় দুই লক্ষ্ টাকার জিনিস চুরি করে নিয়ে যায়। এক্ষেত্রেও পুলিশকে লিখিত অভিযোগ দেওয়ার প্রায় সাড়ে চার ঘন্টা পর প্রিয়াংশু দেবের মুদি দোকানে তদন্তের জন্য আসে। এভাবে পুজোর প্রাক্কালে শহরের ভি.আই.পি এলাকা সহ মোটরস্ট্যান্ড এলাকায় চুরি কান্ড ঘটায় জনমনে তীব্র আতংক এবং পুলিশের পাহাড়া নিয়ে অনেকেই প্রশ্ন তোলছেন। খোদ শহর এলাকায় এভাবে চুরি কান্ড ঘটলে গ্রামাঞ্চলে অবস্থা কি হবে তা সহজেই অনুমেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য