বৃহস্পতিবার দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)(ত্রিপুরা স্টেট সেন্টার) এবং ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে ৫৫তম ইঞ্জিনিয়ার্স ডে পালনের অঙ্গ হিসেবে গোর্খাবস্তি স্থিত অফিসে এক রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমুমদার সহ অন্যান্যরা। এদিন মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সময়ে রক্তদান উৎসবের মেজাজে পালিত হয় রাজ্যে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কিংবা বেসরকারি প্রতিষ্ঠান তাদের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে রক্তদান আয়োজন করে থাকে। তাছাড়া রক্তের কোন জাত, ধর্ম, কিংবা বর্ণ হয় না কেননা যখন কোন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হয় তখন ধর্ম কিংবা জাত কেউ দেখেনা। যার ফলে মানুষের সাথে মানুষের রক্তের সম্পর্ক তৈরি হয়, তাছাড়া এদিন তিনি আরো বলেন আমাদের রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে যেন রক্তস্বল্পতা দেখা না দেয় কোন মুমূর্ষু রোগী যেন রক্তের জন্য মারা না যায় সেদিকে লক্ষ্য রেখেই রক্ত দানের মত মহৎ কর্মসূচির আয়োজন করে থাকেন প্রতিষ্ঠানগুলো।



