Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরাস্তার সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে স্থানীয় গ্রামবাসীরা

রাস্তার সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে স্থানীয় গ্রামবাসীরা

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসলো স্থানীয় গ্রামবাসীরা। ঘটনা বুধবার তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে। জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দু’পাশে আটকে পড়ে বিপুল সংখ্যক ছোট বড় যানবাহন।
জানা যায়, আসাম আগরতলা জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত হাওয়াই বাড়ি থেকে তারাচান যাওয়ার যে বিকল্প রাস্তাটি রয়েছে সে রাস্তাটি সংস্কারের দাবিতে বুধবার সকাল ৯ টা থেকে হাওয়াই বাড়ি এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে স্থানীয় বেশ কয়েকটি গ্রামের লোকজনেরা। বেহাল দশা গ্রস্থ এই রাস্তাটি ধরে তারাচান, ধনচাকমা সহ আরো বেশ কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করে। এদিন তারাচান, ধনচাকমা সহ আরো বেশ কয়েকটি গ্রামের লোকজন সম্মিলিত ভাবে এই রাস্তাটির সংস্কারের দাবিতে সড়ক অবরোধে বসে। জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দু’পাশে আটকে পড়ে বিপুল সংখ্যক ছোট বড় যানবাহন। জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ ও টি.এস.আর বাহিনী। জাতীয় সড়ক অবরোধে বসা গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ বছর ধরে হাওয়াই বাড়ি থেকে তারাচান যাওয়ার বিকল্প এই রাস্তাটি বেহাল দশা গ্রস্থ অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার কিছুটা অংশ পিচের তৈরি থাকলেও অধিকাংশই এখনো ইটের সোলিং এবং বর্তমানে এই রাস্তাটি খুবই বেহাল ও ভগ্ন দশা গ্রস্ত অবস্থায় রয়েছে। যার ফলে অসুস্থ রোগী, স্কুল-কলেজে পড়ুয়ার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজনদের যাতায়াত করতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই বাধ্য হয়ে এই রাস্তাটির সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে বসেছে তারা।
দীর্ঘ ঘন্টা জাতীয় সড়ক অবরোধ চলার পর অবরোধস্থলে উপস্থিত হয় তেলিয়ামুড়ার DCM অঞ্জন দাস এবং অবরোধস্থলে উপস্থিত হয়ে DCM দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথাবার্তা বলেন জাতীয় সড়ক অবরোধ মুক্ত করার জন্য। পরবর্তীতে এক মাসের মধ্যে এই রাস্তাটি সংস্কারের আশ্বাস দেয় DCM অঞ্জন দাস এবং ওনার এই আশ্বাসমূলে দীর্ঘ প্রায় ৩ ঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে অবরোধকারীরা।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য