বুধবার নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের 41তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আগরতলার ত্রিপুরা মহানাম সেবক সংঘে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয়। উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার কাউন্সিলর সহ মন্দিরের সদস্যরা এই রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রক্তদান মানব জীবনের সবচেয়ে মহৎ দান। এই দানের কোন বিকল্প নেই। মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে প্রত্যেকেই স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসুন। এতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরো নিবিড় হয়। রক্তদান এদিন শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন। এই মহানাম অঙ্গন আশ্রম সত্যিকার অর্থে মানুষের সেবায় নিয়োজিত বলে অভিমত ব্যাক্ত করেন।



