Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিভিন্ন দাবি নিয়ে খোয়াই কমলপুর সড়কের বাচাইবাড়িতে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন গুলি 7...

বিভিন্ন দাবি নিয়ে খোয়াই কমলপুর সড়কের বাচাইবাড়িতে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন গুলি 7 ঘন্টা রাস্তা অবরোধ করল

সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ফলে মঙ্গলবার আত্মসমর্পণকারী বৈরী সংগঠন দলগুলি TUIRPC মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে বৃষ্টির মধ্যেই সকাল 9 টা থেকে বিকাল 4 টা পর্যন্ত টানা 7 ঘণ্টা খোয়াই কমলপুর জাতীয় সড়ক অবরোধ করে বসলো। এতে চরম হয়রানির শিকার হতে হয় দুদিক থেকে আসা বহু যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে সাধারণ পথচারীদেরও। আত্মসমর্পণকারী বৈরী দল এটিটিএফ, এন এল এফ টি সহ আরো কয়েকটি বৈরীদল গুলি মিলে TUIRPC এই নামে সংগঠন তৈরি করে দীর্ঘদিন যাবৎ তাদের বিভিন্ন দাবি-দাওয়া গুলি নিয়ে রাজ্য সরকারের কাছে প্রতিনিয়ত দাবি জানিয়ে আসছিল। কিন্তু সরকার তাদের দাবি-দাওয়া গুলি পূরণ না করার কারণে অবশেষে বাধ্য হয়ে মঙ্গলবার সকাল 9 টা থেকে পথ অবরোধে বসল আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন টিইউআইআরপিসি। শেষের দুপুর নাগাদ রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটেযান চম্পাহাওর থানার পুলিশ বাহিনী। পরে দীর্ঘ প্রায় 7 ঘন্টা অবরোধ চলার পর আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তৈরি করে ওই দলটি মঙ্গলবার বিকেলে খোয়াই জেলাশাসক এল টি ডার্লংএর সথে দেখা করে তাদের দাবি দাওয়া গুলি নিয়ে কথা বলেন। শেষে জেলাশাসকের নিকট থেকে পর্যাপ্ত আশ্বাস পাওয়ার পরই বিকেল চারটার পর পথ অবরোধ প্রত্যাহার করে নেয় পথ অবরোধকারীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য