ভারতীয় মজদুর সংঘের নামধারী অপ্রত্যক্ষ একাংশ নেতাদের অঙ্গুলি হেলনে যানবাহন ছোট রিজার্ভ গাড়ির চালকরা হয়রানির শিকার। ভারতীয় মজদুর সংঘ পরিচালিত মারুতি সিন্ডিকেটের মধ্যে এনে গাড়ির চালককে আটক করে রাখা হয় মঙ্গলবার। বি.এম.এস নাম ধারি কিছু মোটর ড্রাইভার শ্রমিক বিগত কয়েক দিন ধরে রীতিমতো মস্তানি করে চলেছে গোটা তেলিয়ামুড়া জুরে। সংবাদে জানা যায়,দীর্ঘ এক বছর ধরে তেলিয়ামুড়ার বিভিন্ন সরকারি স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকারা রির্জাভ গাড়ি করে আগরতলা থেকে তেলিয়ামুড়া আসা-যাওয়া করে আসছে। এতে করে সময়মত স্কুল এবং অফিসে আসা যাওয়ার সুবিধা হয়। অন্যদিকে আগারতলা থেকে দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া ভারতীয় মজদুর সংঘের তত্ত্বাবধানে থাকা ছোট গাড়ি চালকরা বিষয়টি প্রত্যক্ষ করে আসছিল। তাদের অভিযোগ যে সকল শিক্ষক শিক্ষিকা বা অফিস কর্মিরা রিজার্ভ করে আসা যাওয়া করেন সেই গাড়িগুলোর কারনে অন্যান্য যাত্রী বাহি গাড়িগুলো পেসেঞ্জার পাচ্ছেনা। এবং তারা অর্থনৈতিক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিন্তু এই অভিযোগ কে কেন্দ্র করে বি.এম.এস নাম ধারি কিছু মোটর ড্রাইভার শ্রমিক বিগত কয়েক দিন ধরে রীতিমতো মস্তানি করে চলেছে গোটা তেলিয়ামুড়া জুরে । কখনো খোয়াই চৌমুহুনী কখনো অম্পি চৌমুহুনী এলাকায় এই রিজার্ভ করা গাড়ির ড্রাইভার দের হেনস্তা করে চলেছে। কখনো যাত্রী নামিয়ে গাড়ি আটক করে রাখছে আবার কখনো যাত্রীসহ গাড়ি আটক করে রাখছে। আবার কোন কোন সময় ড্রাইভারদের শারিরীক ভাবে হেনস্তা কিরছে বলেও অভিযোগ । মঙ্গলবার প্রতিদিনের মতো আগরতলা থেকে আসা রিজার্ভ গাড়ি গুলি শিক্ষক শিক্ষিকাদের স্কুলে নিয়ে আগরতলা থেকে তেলিয়ামুড়া আসার পথে অম্পি চৌহমনী এলাকায় আটক করা হয় TR 01 AT 0303 নম্বরের একটি গাড়ি সহ গাড়ির চালককে। ভারতীয় মজদুর সংঘ পরিচালিত মারুতি সিন্ডিকেটের মধ্যে এনে গাড়ির চালককে আটক করে রাখা হয়। এদিকে গাড়িতে থাকা শিক্ষক শিক্ষিকা দের মধ্যে রীতিমতো ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। তারা অসম্মানিত হন বলে ও বলতে শোনা যায়। অন্য দিকে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে যদি কোন ধরনের ক্ষতির সম্মুখীন হন গাড়ি চালক রা সে ক্ষেত্রে ব্যবহার সুন্দর করে আলোচনার মাধ্যমে সমাধান বের করা যায়। এক্ষেত্রে বি.এম.এস -এর দোহাই দিয়ে বি.এম.এস সংগঠনের একাংশ নেতাদের ছত্রছায়ায় লালিত পালিত জনাকয়েক গাড়ির চালকদের কতৃক গুন্ডামীর পরিবেশ সৃষ্টি করে শান্তি বিঘ্নিত করার কি মানে রয়েছে।।



