Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজুমিয়াদের কপালে চিন্তার ভাঁজ জানতে বিস্তারিত করুন

জুমিয়াদের কপালে চিন্তার ভাঁজ জানতে বিস্তারিত করুন

লেওয়া, জুমিয়াদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কেন তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ, কি আছে এর নেপথ্যে দেখা যাক! কি বেরিয়ে আসে। জুম চাষিরা উপকৃত আর হলো না। ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ক্ষমতায় তিপ্রা মথা আঞ্চলিক দল। কিন্তু প্রত্যন্ত এলাকার জুমিয়াদের স্বার্থে কতটা কাজ হয়েছে সেটাই বর্তমানে প্রশ্ন চিহ্নের মুখে। কথা হচ্ছিল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনস্থ হলুদিয়া এ.ডি.সি ভিলেজের অন্তর্গত বৈরাগী ঢেপা এলাকার বসবাসকারী জুমিয়াদের সাথে। মূলত, ভাদ্র মাসে জুমিয়ারা ব্যাস্ত থাকে জুমের ধান কাটার জন্য এবং পাকা ধান ঘরে তোলার কাজে। এমনই বাস্তব চিত্র পাওয়া গেল ওই বৈরাগী ঢেপা এলাকায় পা রেখে। জনৈক জুমিয়া জলিল দেববর্মা তার গৃহিণীকে সাথে নিয়ে ধান মাড়াই এর কাজে ব্যাস্ত প্রত্যক্ষ করা গেল। এবার তিনি কালা শানতুই, কটক তারা, এবং বাসমতি ধান বীজ রোপন করেছিলেন পাহাড়ের টিলা ভূমিতে। তিনি অকপটে জানালেন বাসমতি ধানের বীজ জম্বু-কাশ্মীর থেকে এবারই প্রথম এনে রোপন করেছিলেন। ধান বীজের পাশাপাশি পাহাড়ের টিলা ভূমিতে, রকমারি সব্জি ও চাষাবাদ করেছিলেন তিনি। কিন্তু এই চাষাবাদে ভালো ফলনের আশায় ছিলেন জুমিয়া জলিল দেববর্মা। কিন্তু ধান গাছে নেওয়া পোকার আক্রমণে ইতি টেনে দিল। আশা ছিল গত বছরের তুলনায় এ বছর ফলন ভালো হবে। কিন্তু পরিতাপের বিষয় হল ফলন ভালো হয়নি। লেওয়া পোকার আক্রমণে ধানের ফলন স্বাভাবিকভাবে কম হয়। এই প্রকার প্রতিরোধের জন্য তিনি বারবার কৃষি আধিকারিকদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সার কীটনাশক ঔষুধপত্র পাওয়ার জন্য আবেদন জানালেও পাননি বলে অভিযোগ। তাই এবার জুম চাষ করে ক্ষতির সম্মুখীন জুমিয়া জলিল দেববর্মা। জানা গেছে,, বৈরাগী ঢেপা এলাকায় বসবাসকারী অধিকাংশ পরিবারে জুমিয়া পরিবার। জলিল দেববর্মার মতো অনেক জুমিয়া পরিবারই এবার জুম চাষ করে ক্ষতিগ্রস্তের শিকার প্রয়োজনীয় কীটনাশক সার ঔষুধ পত্র না পাওয়ার কারণে। এদিকে প্রশাসনের একটি সূত্রে জানা যায়, ত্রিপুরার স্ব-শাসিত জেলা পরিষদ প্রশাসন জুমিয়াদের জুম চাষের ক্ষতি হওয়ার প্রসঙ্গটি জেনেও কোন এক অজ্ঞাত কারণে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না তাদের প্রতি। যদিও ক্ষতিগ্রস্ত জুমিয়ারা চাইছে তাদের দিকে প্রশাসন যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য