Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদদেব শিল্পী বিশ্বকর্মার প্রতিমায় চলছে শেষ তুলির টান

দেব শিল্পী বিশ্বকর্মার প্রতিমায় চলছে শেষ তুলির টান

হাতেগোনা আর কয়েকটা দিন পরেই দেব শিল্পী বিশ্বকর্মা দেবের পূজা অনুষ্ঠিত হবে । গোটা দেশজুড়ে পুজিত হবে বিশ্বকর্মা । এর সুবাদে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে তেলিয়ামুড়া মহকুমা জুড়েও মানুষজন বিশ্বকর্মা পুজোয় মাতোয়ারা হয়ে উঠবেন । প্রতিটি ঘরে ঘরে এবং কারিগরি ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলিতে পুজিত হবেন দেব শিল্পী । তাই মূর্তি পাড়ার মৃৎশিল্পীরা কতটা ব্যস্ততার মধ্যে দিন গুজরাং করতে হচ্ছে সেটাই দেখার। তেলিয়ামুড়ার বিভিন্ন মূর্তিপারা গুলিতে গিয়ে প্রত্যক্ষ করা গেল মৃতশিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরিতে । বিগত দুইটি বছর কোরোনা আবহাওয়ার কারণে দেব শিল্পীর পুজোর সংখ্যাটা যেমন কম ছিল তেমনি আনন্দের মুহূর্ত গুলি প্রত্যক্ষ করা যায়নি । কিন্তু এবছর একটু অন্যরকম । করুণার দাপাদাপি না থাকার কারণে দেব শিল্পীর পুজোর সংখ্যাটা ও বেড়েছে । স্বাভাবিকভাবেই মূর্তিপাড়ার মৃৎশিল্পীরা বেশ আনন্দিত এবং উৎসাহিত প্রতিমা তৈরিতে । কারণ এবছর দেদার ভাবে প্রতিমা তৈরীর অর্ডার ও পারছেন স্থানীয় মৃৎশিল্পীরা স্বাভাবিকভাবে আয় উপার্জনের পরিমাণ বাড়বে। প্রতিমা তৈরিতে মাটি সহ বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধি পেলেও প্রতিমার মূল্য তেমনভাবে বৃদ্ধি পাবে না । তেলিয়ামুড়া এলাকার বিশিষ্ট এক মৃত শিল্পী নরেশ পাল কথা প্রসঙ্গে জানান,,,, বিগত দুই বছরের তুলনায় এ বছর এর প্রতিমার চাহিদা ও বেশি । তিনি এটাও জানালেন বিগত দুই বছর করুণার দাপাদাপিতে এলাকার মৃত শিল্পীরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল । এবছর করুণার দাপাদাপি না থাকার কারণে পুজোর সংখ্যাটা বেড়ে যাওয়ায় স্থানীয় মৃতশিল্পীদের মুখে হাসি ফুটে উঠেছে । তবে সে যাই হউক না কেন আগামী কয়েকটা দিন পরেই দেবশিল্পীর আরাধনা গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়াতে ও আমজনতারও মেতে উঠবে । আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে তেলিয়ামুড়া বাসী ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য