সোমবার নরসিংগড়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট ‘শান্তিনীড়’ – এর আনুষ্ঠানিক সূচনা হয়, এর পাশাপাশি প্রবীণ নাগরিকদের সহায়তা ও পরামর্শ প্রদানের জন্য ‘সিনিয়র সিটিজেন হেল্পলাইন – 14567’ এর উদ্বোধন হয়। প্রকল্প দুটির আনুষ্ঠানিক সূচনা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন জুবেনাইল জাস্টিস ফান্ড ওয়েবসাইটেরও সূচনা করেন। এই উদ্যোগ গ্রহণের জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা ও তাঁর দপ্তরের আধিকারিকগণের ধন্যবাদ জানান। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন সবাই মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন। তাই কাউকে যাতে অবহেলা করা না হয়। মানুষ হিসেবে প্রত্যেককে সম্মান করতে হবে। কেননা বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় বেড়ে গিয়েছে তার থেকে বেরিয়ে এসে কাজ করতে হবে প্রত্যেকের। মর্যাদা দিতে হবে মানুষকে। তাছাড়া সামাজিক অবক্ষয়ের ফলে বাড়িতে যেমন বৃদ্ধ মা- বাবাদের অনেক দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়। তেমনি মানসিকভাবে যারা বিকারগ্রস্ত তাদেরও পরিবার থেকে অবহেলা ও লাঞ্ছনা-বঞ্চনার শিকার হতে হচ্ছে। এমনটা হওয়া ঠিক নয়। অন্যদিকে রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বক্তব্য রাখতে গিয়ে বলেন দিব্যাঙ্গ জন , মানসিক রোগী , ও সিনিয়র সিটিজেনদের জন্য বহু প্রকল্প রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের সেগুলির সঠিক বাস্তবায়ন করতেই বদ্ধপরিকর রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক কৃষ্ণধন দাস সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা।



