রাজ্যে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রামথা দল ইতিমধ্যেই নিজেদের প্রচার অভিযান শুরু করে দিয়েছে জোর কদমে। রবিবার তিপ্রামথা তেলিয়ামুড়া পলিটিকাল ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে মানিকবাজার নতুন বাজার এলাকা থেকে এক সাড়া জাগানো মিছিল বের হয়। এ দিনের এই মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে তুইথাম্পুই স্কুলের মাঠে এসে সমাপ্ত হয় এবং তুইথাম্পুই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় এক সভা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইউথ তিপ্রা ফেডারেশনের সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি মহেন্দ্র দেববর্মা, জেলা সভাপতি রঞ্জিত কুমার দেববর্মা, ব্লক সভাপতি সঞ্জীব দেববর্মা, ২৯ কৃষ্ণপুরের অবজারভার গীতা দেববর্মা, ইয়ুথ তিপ্রা ফেডারেশনের ব্লক সভাপতি স্বপন দেববর্মা সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। তিপ্রামথা দলের উদ্যোগে অনুষ্ঠিত এদিনের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে নিজেদের দলীয় শক্তি আরো বৃদ্ধি করা।
তিপ্রামথা দলের দলের উদ্যোগে আয়োজিত এ দিনের এই কর্মসূচিতে উপস্থিত নেতৃত্বরা এদিনেরই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে জানান,,,, আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে রাজ্যের প্রত্যেকটি ভিলেজ কাউন্সিলে তিপ্রামথা দলকে জয়ী করার উদ্দেশ্যে বোবাগ্রা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ঐক্যতার বার্তা নিয়ে জোর কদমে প্রচার অভিযান চলছে। তেলিয়ামুড়া পলিটিকাল ডিস্ট্রিক্ট কমিটির অন্তর্গত প্রত্যেকটি ভিলেজ কাউন্সিলে এখন থেকে প্রতিদিন তিপ্রামথা দলের প্রচার অভিযান চলবে জোর কদমে, এমনটাই জানায় উপস্থিত নেতৃত্বরা। তিপ্রামথা দলের উদ্যোগে আয়োজিত এই দিনের এই মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।।



