রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন , এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র শ্রী দীপক মজুমদার, ডেপুটি মেয়র, কর্পোরেটরগণ, নগর উন্নয়ন দপ্তরের সচিব, জেলাশাসক মহকুমা শাসক ও এলাকার বিশিষ্ট সমাজ সেবীরা। “আজাদীকা অমৃত মহৎসব” উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী’র মার্গ দর্শনে এই এলাকায় অমৃত সরোবর প্রকল্পের অধীনে যে পুকুর গুলোর সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে, তার অগ্রগতির সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। পাশাপাশি এলাকাবাসীদের কাছ থেকে নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কেও অবগত হন। সার্বিক বিকাশে এলাকাবাসীদের কাছ থেকে যে সহযোগি মানসিকতা পেলাম, আমি নিশ্চিত এতে আগামী দিনে বিকাশমূলক কাজের গতি আরো ত্বরান্বিত হবে বলে অভিমত ব্যাক্ত করলেন।



