Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যশরীর সুস্থ থাকলে কাজকর্ম সঠিকভাবে করা সম্ভব- প্রতিমা ভৌমিক

শরীর সুস্থ থাকলে কাজকর্ম সঠিকভাবে করা সম্ভব- প্রতিমা ভৌমিক

মহিলাদের দ্বারা পরিচালিত একটি সফল সংস্থা স্লিম এন্ড ফিট সংস্থাটি বিগত ১০ বছর ধরে শিশুদের এবং মায়েদের শারীরিকভাবে ফিট রাখতে নানা রকম কার্যকলাপ বহন করে চলছে, সংস্থাটি সাফল্যমন্ডিতভাবে সুনাম অর্জন করেছে। রবিবার স্লিম এন্ড ফিট সংস্থার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্যের পশ্চিম জেলা সাংসদ প্রতিমা ভৌমিক। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহিলাদের দ্বারা পরিচালিত এই সংস্থার এ ধরনের সমাজ সেবামূলক কার্যকলাপের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বলেন যে শরীর সুস্থ থাকলে কাজকর্ম সঠিকভাবে করা সম্ভব সুতরাং এই শরীর সুস্থ রাখার যে কৌশলী স্লিম এন্ড ফিট সংস্থা বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। সুতরাং এ ধরনের সমাজ সেবামূলক কাজে সকল অংশের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। তাছাড়া তিনি আরো বলেন সমগ্র যুব সমাজের যে যুব আইকন স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৯ বছর পরিপূর্ণতা পেয়েছে আজ, তাছাড়া আজকের এই বিশেষ দিনে রাজ্যের মা বোনেরা রক্তদানে সামিল হয়েছেন তা দেখে দিনটি বিশেষ বলে অভিমত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি আজকের এই রক্তদান শিবিরে ৫০ জনেরও বেশি মহিলারা রক্তদান করবেন বলে জানা যায়। এই দিনের শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য