আগরতলা শহরে যান সন্ত্রাস ক্রমাগত লেগে রয়েছে তার জন্য ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত দুই দুই চাকার যানবাহন থেকে শুরু করে চার চাকার যানবাহন তল্লাশি অভিযান করছেন তাতে করে যান চালকরা যাতে সচেতন হোন পাশাপাশি যান সন্ত্রাস যাতে কমানো যায় সেই উদ্যোগ জারি রেখেছেন। শনিবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দুই চাকার যান চালকরা যাতে হেলমেট এবং যানবাহনের নথিপত্র সঙ্গে রাখেন তাতে করে যান চালকদের পক্ষে সুবিধা জনক করে দাঁড়াবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যান চালক রা ট্রাফিক বিধি উলঙ্ঘন করছেন, আর তা যাতে না করে তার জন্য সচেতনামূলক কর্মসূচি করছে বলে জানান ট্রাফিক এএসআই।



