ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া বাজারে চার ব্যক্তির পকেট থেকে মোবাইল চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা তেলিয়ামুড়া বাজারে। এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় অভিযোগ জানায় চুরি যাওয়া মোবাইলের মালিকরা। পরবর্তীতে তেলিয়ামুড়া পাইকারি সবজি বাজার থেকে এদিন এক যুবকে মোবাইল চুর সন্দেহে আটক করে বাজারের লোকজন এবং তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয় ওই যুবককে। আটককৃত ওই যুবকের নাম ইসমাইল বিটু, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ী এলাকায়। ওই যুবকের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি মোবাইল ফোন। পরবর্তীতে ওই মোবাইল ফোনের মালিক কে খবর দিয়ে, মোবাইল ফোনটি মালিকের হাতে তুলে দেয় তেলিয়ামুড়া থানার পুলিশ।
তেলিয়ামুড়া বাজারে আশা লোকজনদের পকেট থেকে মোবাইল চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।।



