ত্রিপুরা রাজ্য রাগানুগা বৈষ্ণব ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ১১ ই সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত এই মহা সম্মেলন চলবে। এই সম্মেলনে রাজ্যের গুনী সুনামধন্য বৈষ্ণবরা ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। এই উপলক্ষে মহাসম্মেলন স্থলে অর্থাৎ মানিকনগর গীতাঞ্জলি কমিউনিটি হল কক্ষে ত্রিপুরা রাজ্য রাগানুগা বৈষ্ণব ধর্ম রাজ্য কমিটির পক্ষ থেকেএক সাংবাদিক সম্মেলন করেন কমিটির কর্মকর্তারা।এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ-সভাপতি নারায়ন গোস্বামী,সাংগঠন সম্পাদক দুর্গাচরণ গোস্বামী এবং চিত্তরঞ্জন গোস্বামী। এছাড়া মানিক্যনগর এলাকার আরো কয়েকজন গুণী সুনাম অর্জনকারী বৈষ্ণব উপস্থিত ছিলেন। এই সাংবাদিক সম্মেলনে সাংগঠন সম্পাদক দুর্গাচরণ গোস্বামী ত্রিপুরা রাজ্য রাগানুরাগা বৈষ্ণবধর্ম সংগঠনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন,৩০ বছর যাবৎ সনাতন ধর্মের বৈষ্ণব শ্রেণীর মানুষদের স্বার্থে সুনামের সহিত কাজ করে আসছে এই সনাতনী সংগঠন। এই সংগঠন সারা রাজ্যের শান্তি সম্প্রীতি বার্তা নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের মধ্যে সৎভাবনা প্রচার করেন। আগামী ১১ ই সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় বৈষ্ণব ধর্ম মহাসম্মেলনে এলাকার সকল অংশের উপস্থিতি এবং সর্বাঙ্গীণ সহযোগিতা সাংবাদিক সম্মেলনে কামনা করেন সংগঠনটির সম্পাদক দুর্গাচরণ গোস্বামী।



