Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআগরতলাতে এসএফআই কর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে খোয়াই থানা ঘেরাও করল...

আগরতলাতে এসএফআই কর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে খোয়াই থানা ঘেরাও করল স্থানীয় এস এফ আই কর্মীরা

বৃহস্পতিবার সন্ধ্যায় খোয়াই এসএফআই খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে প্রায় 30 মিনিট খোয়াই থানা ঘেরাও করে রাখা হয় । এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এস আই খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক নারায়ণ নম দাস সভাপতি প্রিয়তোষ দেব বিভাগীয় সদস্য সায়ন্তিকা দেব সহ অন্যান্য। আজকের এই কর্মসূচি কবিগুরু পার্ক স্তিত সিপিআই এম জেলা কার্যালয় থেকে শুরু করে গয়া প্রসাদ পার্ক হয়ে পুরান বাজার হয়ে খোয়াই থানার সামনে এসে জড়ো হয় এবং প্রায় 30 মিনিট খোয়াই থানায় ঘোরাও কর্মসূচি পালন করেন এবং পরবর্তীতে তাদের আজকের এই কর্মসূচি কি নিয়ে সে বিষয়টি সম্পূর্ণ খোয়াই থানার ওসি উদ্যম দেববর্মার সাথে বিস্তারিতভাবে আলোচনা করেন এসএফআই বিভাগীয় কমিটির পাঁচ জনের প্রতিনিধি দলটি। খোয়াই থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএফআই বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ জানান গত 5 সেপ্টেম্বর আগরতলা সিটি সেন্টারের সামনে শাসক দলের মদত পুষ্ট পুলিশ এসএফআই রাজ্য কমিটির সম্পাদক সুলেমান আলীর উপর পুলিশি আক্রমণ চালায় এবং সুলেমান আলীর মাথা ফেটে যায় এবং ছাত্রীদের উপর পুলিশ ও আক্রমণ করে ।এরই প্রতিবাদে আজকের এই কর্মসূচি, খোয়াই থানার ওসি সমস্ত বিষয়টি শুনেন এবং তাদেরকে আশ্বস্ত করেন বলে জানিয়েছেন এসএফআই খোয়াই বিভাগীয় কমিটির প্রতিনিধি দল।এসএফআই খোয়াই বিভাগীয় কমিটির নেতৃত্বরা আরো জানায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে আগামী দিনের বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন এসএফআই খোয়াই বিভাগীয় কমিটি সদস্যরা। আজকের এই কর্মসূচিতে সিপিআইএম এর ছাত্র সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়, নির্বাচন যত এগিয়ে আসছে খোয়াইয়ের সব কয়টি রাজনৈতিক দলের প্রত্যেকদিন কোন না কোন রাজনৈতিক কর্মকান্ড ঘটিয়ে চলেছে। আজকের এই থানা ঘেরাও থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সিপিএম দলের রাজনৈতিক তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি বিভিন্ন আন্দোলন সংগঠিত করছেন প্রতিনিয়ত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য