গোপন সূত্রে ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণে হিরোইন সহ আটক একজন। ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়িস্থিত নাকা পয়েন্টে বৃহস্পতিবার বিকেলে।
সংবাদে জানা যায়, টি আর ০৬ এ ০৫৮২ নম্বরের একটি গাড়ি আগরতলা থেকে তেলিয়ামুড়া দিকে আসছিল। সেই সময় ট্রাফিক পুলিশের কাছে খবর আসে ওই গাড়িটি প্রচুর পরিমাণে হিরোইন নিয়ে আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আসছে। সেই গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ এবং তেলিয়ামুড়া থানার পুলিশ, ট্রাফিক ডিএসপি বিক্রম জিৎ শুক্ল দাসের নেতৃত্বে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি স্থিত নাকা চেকিং পয়েন্টে উৎ পেতে বসে। এই গাড়িটিকে প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং ট্রাফিক ইউনিটের পুলিশ আটক করে গাড়ি সহ চালককে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৭ কৌটা হিরোইন এবং প্রচুর পরিমাণে খালি কৌটা উদ্ধার করে পুলিশ। আটক করা হয় গাড়ির চালক গণি মিয়াকে। উল্লেখ্য, গনি মিয়া নাবালিকা ধর্ষণ মামলায় আদালতের বিচারাধীন।।



