Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদদুর্ঘটনায় নিহত টিএসআর সপ্তম ব্যাটেলিয়নের নায়েক সুবেদার স্বপন কুমার মোদক

দুর্ঘটনায় নিহত টিএসআর সপ্তম ব্যাটেলিয়নের নায়েক সুবেদার স্বপন কুমার মোদক

মর্মান্তিক এক দুর্ঘটনায় নিহত হলেন টিএসআরের সপ্তম ব্যাটেলিনের নায়েক সুবেদার স্বপন কুমার মোদক। জানা গেছে তিনি জম্পুইজলাতে কর্মরত ছিলেন। কোন একটা ব্যক্তিগত কাজে জনৈক বন্ধুর মোটরবাইকে করে বুধবার আগরতলা যাচ্ছিলেন স্বপন বাবু। যাওয়ার পথে বাধে বিপত্তি। রানীর বাজারের বি ও সি সংলগ্ন এলাকায় আসতেই অপর দিক থেকে প্রচন্ড বেগে বেগবান স্কুটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা ভয়ানক এই দুর্ঘটনা প্রত্যক্ষ করে নিকটবর্তী অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রক্তাক্তভাবে রাস্তায় পড়ে থাকা স্বপন বাবুকে রাজধানীর জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য টিএসআর সপ্তম ব্যাটেলিয়ানে কর্মরত স্বপন কুমার মোদকের বাড়ি হচ্ছে কল্যাণপুরে, উনার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা কল্যাণপুর জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। মৃত্যুকালে স্বপন বাবু রেখে গেছেন দুই পুত্রসহ স্ত্রীকে। বুধবার সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই স্বপন কুমার মোদকের নিথর মৃতদেহ কফিনবন্দী হয়ে নিজ বাড়িতে নিয়ে আসা হলে স্বজনসহ পাড়া পড়শি এবং উপস্থিত সমস্ত অংশের মানুষের মধ্যে এক অকৃত্রিম শোকের বাতাবরণ তৈরি হয়। কফিনবন্দী মরদেহের সাথে আগত সপ্তম ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হেমন্ত দেববর্মা প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে জানান এই মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত যেমন করা হবে ঠিক তেমনি এখন স্বপন বাবুর শোকসন্তপ্ত পরিবারদের পাশে থাকতে গিয়ে যা যা করণীয় তা করা হবে। এদিকে প্রাথমিকভাবে টিএসআর এর জ‌ওয়ান স্বপন কুমার মোদকের মৃত্যুর পেছনে বাইক এবং স্কুটির সংঘর্ষের কথা বলা হলেও একটা মহল থেকে দাবি করা হচ্ছে বাইকের সাথে নাকি কোন একটা গাড়ির সংঘর্ষ হয়েছিল, যদিও পুলিশ গোটা বিষয়টার তদন্ত করছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য