ত্রিপুরা কংগ্রেস বৃহস্পতিবার কংগ্রেস নেতাদের নেতৃত্বে আগরতলায় এবং অন্যান্য বিভিন্ন জায়গায় “ভারত জোরো” সমাবেশের আয়োজন করেছে। আগরতলায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, কংগ্রেস বিধায়ক সুদীপ বর্মন প্রমুখ। কংগ্রেস সদর দফতরের সামনে মিডিয়াকে সম্বোধন করে কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, “কন্যাকুমারী থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কর্মসূচি শুরু হয়েছে। ত্রিপুরায়ও আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। এটি রাজ্য জুড়ে পালন করা হবে।” “আমরা বিশ্বাস করি, ত্রিপুরার জনগণ আমাদের সাথে থাকবে এবং রাজ্য ও জাতিকে একত্রিত করতে আমাদের পূর্ণ সমর্থন দেবে”, সিনহা মিডিয়াকে বলেছেন।



