Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্য১৭ দফা দাবিতে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে রাজধানীর রাজপথে অনুষ্ঠিত হয়...

১৭ দফা দাবিতে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে রাজধানীর রাজপথে অনুষ্ঠিত হয় মিছিল

টুয়েপের মজুরি বৃদ্ধি করে ৩৪০ টাকা করা, সামাজিক ভাতা বৃদ্ধি করে দুই হাজার টাকা করা সহ ১৭ দফা দাবিতে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে বুধবার আগরতলা শহরে এক মিছিল সংঘটিত করা হয়। মিছিলের পর আগরতলা পুর নিগম আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের পর সিপিআইএম সদর জেলা কমিটি নেতা শুভাশিস গাঙ্গুলী জানান, সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে বলেছিল যদি ডাবল ইঞ্জিনের সরকার হয় তাহলে টুয়েপের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে ৩৪০ টাকা করা হবে। কিন্তু দেখা যাচ্ছে ডাবল ইঞ্জিনের পর ট্রিপল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়নি। সামাজিক ভাতা নিয়মিত পাচ্ছে না বেনিফিসিয়ারীরা। গত দু-তিন মাস ধরে সামাজিক ভাতা বন্ধ হয়ে আছে। তাই অবিলম্বে এই ভাতা চালু করতে হবে। পাশাপাশি ভাতা বৃদ্ধি করে দুহাজার টাকা করতে হবে। এছাড়াও রাস্তাঘাট সংস্কার করা ও পানীয় জলে সুব্যবস্থা করার দাবিতে আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের কাছে ডেপুটেশন প্রদান করা হয় বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য