Friday, September 20, 2024
বাড়িখবরখেলাজয়ের দরজা খুলতে পেরেছে এসসি ইস্টবেঙ্গল

জয়ের দরজা খুলতে পেরেছে এসসি ইস্টবেঙ্গল

এবারের আইএসএলে শেষ পর্যন্ত জয়ের দরজা খুলতে পেরেছে এসসি ইস্টবেঙ্গল। ১২ নম্বর ম্যাচে প্রথম জয় এসেছে। গোয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছিল লাল হলুদ বাহিনী। জোড়া গোল করে নায়ক হয়েছেন নাওরেম মহেশ। আজ সামনে হায়দরাবাদ। জয়ের ধারাই বজায় রাখতে মরিয়া রিভেরা অ্যান্ড কোং। সোমবার নতুন ২ প্লেয়ারকে নিয়ে মাঠে নামবে এসসি ইস্টবেঙ্গল। ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ ও ব্রাজিল থেকে এসে সদ্য লাল-হলুদ বাহিনীতে যোগ দেওয়া মার্সেলো রিবেইরো ডস স্যান্টোস একসঙ্গে মাঠে নামলে কী হতে পারে, তা দেখার অপেক্ষায় রয়েছেন সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আপামর এসসি ইস্টবেঙ্গল সমর্থক। এই জুটি মারিও রিভেরার মারণাস্ত্র হতে চলেছে কি না, তা হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচেই বোঝা যাবে হয়তো। সোমবারের ম্যাচে দলের হার-জিতের পাশাপাশি তাই এই বিষয়টা সমর্থকদের কাছে আরও বেশি আকর্ষণের। ব্রাইট যে নির্ভরতা দিয়েছিলেন লাল-হলুদ বাহিনীকে, এ বার সেই ভরসাই এই মার্সেলোর মধ্যে খুঁজছেন দলের সদ্য নিযুক্ত স্প্যানিশ কোচ মারিও রিভেরা। রবিবার সাংবাদিক বৈঠকে মার্সেলোর প্রশংসা শোনা যায় তাঁর মুখে। কিন্তু তাঁকে শুরু থেকে খেলাবেন কি না, সেই নিশ্চয়তা দিতে পারেননি কোচ। প্রথম এগারোয় না থাকলে হয়তো দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামানো হবে পর্তুগালের ক্লাব ফুটবলে খেলে আসা এই ২৪ বছর বয়সি স্ট্রাইকারকে। ঠিক করে কিছুই বলেননি কোচ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য