শিক্ষক দিবসের দিনে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবিতে সি.পি.আই.এমের ছাত্র সংগঠন SFI তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে আসাম আগরতলা জাতীয় সড়কে আচমকাই পথ অবরোধে বসে। সোমবার সকাল ১১:৩০ মিঃ নাগাদ। মূলত সিপিআইএম দলের শাখা সংগঠনের কর্মীরা সোমবার এবং শুক্রবার অর্থাৎ তেলিয়ামুড়া হাট বারের দিনে তেলিয়ামুড়া শহরে বিভিন্ন কর্মসূচীর নামে সাধারণ জনগণকে হেনস্তা করে বলে অভিযোগ। আজও এর ব্যতিক্রম নয়। আজ অর্থাৎ সোমবার তেলিয়ামুড়া হাটবারের দিনে ২ থেকে ৩ মিনিটের জন্য তেলিয়ামুড়া আসাম আগরতলা জাতীয় সড়কের উপর পথ অবরোধের নাটক মঞ্চস্থ করল। মূলত এই পথ অবরোধের ফলে তেলিয়ামুড়া শহরে সৃষ্টি হয় যানজটের। পথ চলতি মানুষজন বিভিন্নভাবে হেনস্থার শিকার হয় এই অবরোধের কারণে।
যদিও পথ অবরোধের নাটক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। অথচ তেলিয়ামুড়া থানা পুলিশের সামনেই এই পথ অবরোধে নাটক মঞ্চস্থ হয়। পুলিশের সামনে এমনটা হলেও থানার জগদম্বা পুলিশ হাঁ করে কেবল দাড়িয়ে থাকে।।



