রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান ৩.০ কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এই কর্মসূচি শুরু হয় কচিকাঁচা শিশুদের ঔষধ প্রদান এর মধ্য দিয়ে। এদিন স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ কর্মসূচিটি তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের হাত ধরে সূচনা হয়। এদিন কচিকাঁচা শিশুদের মধ্যে কৃমি নাশক , এবং আইরন ট্যাবলেট সহ বিভিন্ন রকমের ঔষধ প্রদান করা হয় এবং খাওয়ানো হয়। তবে গোটা রাজ্য জুড়েই এই কর্মসূচিটি চলছে সোমবার থেকে। এ প্রসঙ্গে তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান,, ৫ই সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যেই এই কর্মসূচিটি চলবে। এর অঙ্গ হিসেবে সোমবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এই কর্মসূচিটি শুরু হয়।।



