Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদফের রাস্তা সংস্কারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গাড়ি চালক...

ফের রাস্তা সংস্কারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গাড়ি চালক সহ এলাকাবাসীরা। ঘটনা কৈলাসহরের বাবুরবাজার এলাকায়।

রাস্তা অবরোধকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে অবরোধ স্থলে ইরানি থানার প্রচুর পুলিশ এবং টি.এস.আর বাহিনী। রাস্তা অবরোধের ফলে পথচারী সহ প্রচুর গাড়ি আটকে পড়ে। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাঁচ সেপ্টেম্বর সোমবার সকাল দশটা থেকে বাবুরবাজার এলাকার গাড়ি চালক সহ এলাকাবাসীরা টিলাবাজার থেকে হীরাছড়া যাবার রাস্তায় বাবুরবাজার এলাকার ট্রাই জংশনে রাস্তা অবরোধে বসে। রীতিমতো বড় বড় গাড়ির টায়ার আগুনে পুড়িয়ে পূর্ত দপ্তরের স্থানীয় আধিকারিকদের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ কারীরা জানায় যে, কৈলাসহরের মহকুমাশাসকের অফিসের সামনে থেকে লক্ষীপুর, টিলাবাজার, রাংগাউটি, বাবুরবাজার, হীরাছড়া, ইরানি, মাগুরুলি সহ প্রভৃতি এলাকায় যাবার একমাত্র এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন এই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এই রাস্তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন কয়েক বার বিভিন্ন কায়দায় আন্দোলন করার পরও রাস্তা সংস্কারের জন্য পূর্ত দপ্তরের কোনো হেলদোল নেই। এমনকি গাড়ি চালকরা ইতিমধ্যেই দুইবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলো কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পাঁচ সেপ্টেম্বর সোমবার ফের গাড়ি চালকরা রাস্তা অবরোধ করে। বিক্ষোভকারীরা জানায় যে, রাস্তার বর্তমান অবস্থা এতটাই খারাপ যে, গর্ভবতী মহিলাকে গাড়ি দিয়ে হাসপাতালে নেওয়া যাচ্ছে না। রাস্তা খারাপের কারণে গর্ভবতী মহিলারা হাসপাতালে গাড়ি দিয়ে এই রাস্তার উপর দিয়ে যাবার সময় গাড়ির মধ্যেই প্রসব করে ফেলছেন। এরকম ঘটনা কয়েকবার হয়েছে বলে জানান বিক্ষোভ কারীরা। গাড়ি চালকরা যতবারই রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলো, ততবারই দপ্তরের পক্ষ থেকে আধিকারিকরা অবরোধ স্থলে হাজির হয়ে রাস্তা সংস্কারের আশ্বাস দিয়ে যান কিন্তু আজ অব্দি রাস্তা সংস্কার হয়নি। তাই বিক্ষোভ কারীরা জানান যে, আজ দপ্তরের পক্ষ থেকে আধিকারিকরা লিখিত আশ্বাস না দিলে অবরোধ প্রত্যাহার করা হবে না। অবরোধকারীরা সকাল সাড়ে দশটা থেকে রাস্তা অবরোধ শুরু করার সাথে সাথেই ইরানি থানার পুলিশ অফিসার বদরুল ইসলামের নেতৃত্ব পুলিশ এবং টি.এস.আর বাহিনী আসলেও প্রায় আড়াই ঘন্টা পর কৈলাসহর মহকুমাশাসকের অফিসের ডেপুটি মাজিস্ট্রেট মতি রঞ্জন দেববর্মা এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা অবরোধ স্থলে হাজির হয়। দীর্ঘক্ষন অবরোধকারীদের সাথে আলোচনা করার পর দপ্তরের আধিকারিকরা জানান যে, দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই টেন্ডার ডেকে কাজ করার এজেন্সিও ফাইনাল হয়ে গেছে। ইদানীং কিছু দিন ধরে বৃষ্টি পড়ার কারণে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে পারছেনা এজেন্সি। তাই বৃষ্টি উঠে যাবার সাথে সাথেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। তবে,পূর্ত দপ্তরের পক্ষ থেকে আধিকারিকরা এও বলেন যে, যেসব জায়গায় রাস্তা ভেংগে বড় বড় গর্ত তৈরী হয়েছে সেসময় জায়গায় আজ থেকেই ইট ফেলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে। এই আশ্বাস পাবার পর অবরোধ কারীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য