সাংগঠনিক কাজের সুবিধার জন্য তৃণমূল কংগ্রেস রাজ্যে ১২ টি জেলা গঠন করেছে। সোমবার ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান সাংসদ সুস্মিতা দেব,এদিন প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরার ইনচার্জ রাজীব বন্দোপাধ্যায়, সাংসদ সুস্মিতা দেব সহ অন্যরা। তিনি জানান, ত্রিপুরায় ৮ টি জেলা হলেও কাজের সুবিধার জন্য ১২ টি জেলা করা হয়েছেসাংগঠনিক ভাবে। প্রতিটি জেলায় একজন করে আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। সুস্মিতা দেব জানান জেলা আহ্বায়কদের ৭-৮ দিনের সময় দেওয়া হবে জেলা কমিটি গঠনের। পরবর্তী সময়ে জেলা কমিটি বসে ব্লক কমিটি তৈরি করা নিয়ে আলোচনা করবে। এর পর তৃণমূল স্তরে সংগঠন তৈরি করবে। সাংবাদিক সম্মেলনে রাজীব বন্দোপাধ্যায় বলেন, তাদের কাছে মূল লক্ষ্য এখন সংগঠনকে তৈরি করা। বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত।



