Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যসমাজ গড়ার কারিগর হলেন শিক্ষক- সুশান্ত চৌধুরী

সমাজ গড়ার কারিগর হলেন শিক্ষক- সুশান্ত চৌধুরী

আজ ৫-ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। প্রতিবছরই ৫-ই সেপ্টেম্বর আমরা আমাদের দেশের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপ্ললী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। এই দিনটি এলেই স্মৃতিমেদুর হয়ে পড়ি আমরা প্রত্যেকে। আজ এই শিক্ষক দিবসে কেন্দ্র করে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ ছাত্র জীবনের প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ করে তিনি বলেন স্কুল-কলেজ জীবনের সবচেয়ে পছন্দের শিক্ষকের কথা মনে পড়ে যায় এদিন। আমাদের শিক্ষক-শিক্ষিকারা হলেন একটি মোমবাতির মতো, যাঁরা নিজে প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন। সমাজ গড়ার কারিগর হলেন শিক্ষক। আদর্শ শিক্ষকের হাত ধরেই তৈরি হয় আদর্শ ছাত্র-ছাত্রী। সারাবছরই আমাদের প্রত্যেকের জীবনেই শিক্ষক-শিক্ষিকারা থাকেন প্রবলভাবে। কখনও তাঁরা ভুল ধরিয়ে দিয়েছেন, কখনও নতুন জিনিস শিখিয়ে দিয়েছেন, কখনও বকুনি দিয়েছেন, কখনও আবার স্নেহের সঙ্গে নিজের কাছে টেনে নিয়েছেন!!প্রত্যেকের জীবনেই শিক্ষক-শিক্ষিকারাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষক দিবস হল সেই বিশেষ মানুষ পথ প্রদর্শকদের আরও একবার শ্রদ্ধা জানানোর দিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য