হাতেগোনা আর মাত্র কয়েকটি দিন তারপরেই সকল রাজ্যবাসী মেতে উঠবে দেবী দশভূজার আরাধনায়, ঐসময় শহরকে সুন্দর করে তোলা থেকে হাওড়া নদীর দশমীঘাটে প্রতিমা নিরঞ্জনের সমস্ত প্রস্তুতি আগেই সেরে ফেলতে বৈঠক পুর নিগমের। দুর্গা প্রতিমা নিরঞ্জন যাতে সুন্দর ভাবে হয় এবং মানুষ যাতে তা ভালভাবে উপভোগ করতে পারেন, সেজন্য রবিবার বৈঠক হয় দশমীঘাট মাঠে। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব, পুলিস, ট্রাফিক, সদর মহকুমা প্রশাসনের লোকজন সহ বিভিন্ন আধিকারিকরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের মেয়র জানান, প্রতিমা আসার ক্ষেত্রে রাস্তা যাতে পরিষ্কার থাকে সেবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে গাড়ি গুলির জন্য বড় জায়গার ব্যবস্থা করা হচ্ছে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মানুষ যাতে দশমীঘাটে এসে সুন্দর ভাবে প্রতিমা নিরঞ্জন দেখতে পারেন, সেই ব্যবস্থা করা হবে।



