Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যএকটি সুষ্ঠ ক্লাব, সুষ্ঠ সমাজ গঠনে বলিষ্ঠ ভূমিকা নিতে পারে- মুখ্যমন্ত্রী

একটি সুষ্ঠ ক্লাব, সুষ্ঠ সমাজ গঠনে বলিষ্ঠ ভূমিকা নিতে পারে- মুখ্যমন্ত্রী

আজ হারাধন সংঘে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট ২৭ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সকাল এগারোটায় রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিবির শুরু হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর পরিষদের মেয়র শ্রী দীপক মজুমদার, সাত রামনগর বিধানসভার বিধায়ক শ্রী সুরজিৎ দত্ত, রাজ্যের স্বাস্থ্য সচিব শ্রী দেবাশীষ বসু ও প্রেস ক্লাবের সম্পাদক শ্রী প্রণব সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর পারিষদ শ্রীমতী রত্না দত্ত ও শ্রীমতী ভাস্বতি দেববর্মণ। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের বরিষ্ঠ সদস্য শ্রী প্রদীপ দে। স্বাগত বক্তব্যে উনি ক্লাবের অতীত ও বর্তমান সামাজিক তথা খেলাধুলার বিবরণ তুলে ধরেন। ভবিষ্যত প্রজন্ম নিয়ে আগামীদিনের কর্মসূচীও তুলে ধরেন। আগরতলা পৌর পরিষদের মেয়র প্রাচীনতম এই ক্লাবের ভুয়সী প্রশংসা করেন। বক্তব্য রাখেন রাজ্যের স্বাস্থ্য সচিব দেবাশীষ বসু ও প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার। মুখ্যমন্ত্রী রক্তদানের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। বলেন উনি নিজেও একটি ক্লাবের সম্পাদক ছিলেন দীর্ঘ পনের বছর। উনি ক্লাবকে একটি মিনি সরকার বলেই অবহিত করেন। দীর্ঘদিন ক্লাবের সম্পাদক থাকার সুবাদে উনার এখন সরকার চালাতে কোনো ধরনের অসুবিধা হয় না বলেই উনি মত প্রকাশ করেন। একটি সুষ্ঠ ক্লাব সমাজ গঠনে বলিষ্ঠ ভূমিকা নিতে পারে। যুব সমাজ আজ ভয়ানক নেশার কবলে, ক্লাবের সদস্যের বলেন সবাই মিলে যাতে এই নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করার চেষ্টা করা হয়। আস্তাবল মাঠে রাতে বসে নেশার আড্ডা। এলাকার ক্লাবকে এই বিষয়গুলির দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি ক্লাবের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য