Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র আছে অথচ গ্রামের মানুষ স্বাস্থ্য পরিসেবা থেকে বঞ্চিত। দিনের...

গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র আছে অথচ গ্রামের মানুষ স্বাস্থ্য পরিসেবা থেকে বঞ্চিত। দিনের পর দিন উপ স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী কিংবা চিকিৎসকরা না আসাতে উপ স্বাস্থ্য কেন্দ্রটি তালাবন্ধী হয়ে রয়েছে, ঘটনা কৈলাসহরের ফুলতলী গ্রামের ফুলতলী উপ স্বাস্থ্য কেন্দ্রে

গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র আছে অথচ গ্রামের মানুষ স্বাস্থ্য পরিসেবা থেকে বঞ্চিত। দিনের পর দিন উপ স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী কিংবা চিকিৎসকরা না আসাতে উপ স্বাস্থ্য কেন্দ্রটি তালাবন্ধী হয়ে রয়েছে, যার ফলে গ্রামের মানুষ স্বাস্থ্য পরিসেবা না পাওয়াতে গ্রামে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঘটনা কৈলাসহরের ফুলতলী গ্রামের ফুলতলী উপ স্বাস্থ্য কেন্দ্রে। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার চন্ডীপুর ব্লকের অধীনে ফুলতলী গ্রাম পঞ্চায়েতটি অবস্থিত। এই ফুলতলী গ্রামের সাধারণ মানুষের দাবি অনুযায়ী ফুলতলী উপ স্বাস্থ্য কেন্দ্রটি নির্মান করা হয়েছিলো। ফুলতলী উপ স্বাস্থ্য কেন্দ্রের বিল্ডিংটি অনেক আগেই নির্মান করা হলেও দীর্ঘদিন এটি দখলে ছিলো বলে গ্রামের উপ প্রধান মৃদুল সিনহা প্রকাশ্যেই সাংবাদিকদের জানান। উপ প্রধান মৃদুল সিনহা আরও জানান যে, বিল্ডিংটি দীর্ঘদিন দখলে থাকার পর অবশেষে দখল মুক্ত করে ২০২০সালের আট অক্টোবর তৎকালীন বিধায়ক এবং বর্তমান মন্ত্রী ভগবান দাস এই ফুলতলী উপ স্বাস্থ্য কেন্দ্রটি উদ্ধোধন করেছিলেন। উদ্ধোধন করে সেদিনের বিধায়ক বর্তমানের মন্ত্রী ভগবান দাস উদ্ধোধনী অনুস্টানে বলেছিলেন, এখন ফুলতলী গ্রামের মানুষরা প্রাথমিক চিকিৎসার জন্য অন্যত্র যেতে হবে না। প্রতিদিন ফুলতলী উপ স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক স্বাস্থ্য পরিসেবা পাওয়া যাবে। কিন্তু, বাস্তবে পুরো উল্টো চিত্র দেখা যাচ্ছে। উদ্ধোধনের কয়েকদিন পর থেকেই লাগাতার আজ অব্দি ফুলতলী উপ স্বাস্থ্য কেন্দ্রটি তালাবন্ধী হয়ে রয়েছে। চিকিৎসকের পাশাপাশি কোনো ধরনের স্বাস্থ্য কর্মীরাও উপ স্বাস্থ্য কেন্দ্রে আসেন না বলেও উপ প্রধান মৃদুল সিনহা জানান। যারফলে গ্রামের সাধারণ মানুষেরা প্রাথমিক চিকিৎসা পরিসেবা পাবার জন্য উপ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তালাবন্ধী দেখে প্রতিদিন ফিরে আসছেন। এব্যাপারেও উপ প্রধান মৃদুল সিনহা জানান যে, এবিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ অবগত রয়েছেন। এবং আরও জানান যে, ফুলতলী উপ স্বাস্থ্য কেন্দ্রটি কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে থাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ নাকি জানিয়েছিলেন, স্বাস্থ্য কর্মীর অভাবে প্রতিদিন উপ স্বাস্থ্য কেন্দ্রটি খোলা হচ্ছে না। তবে প্রতি সপ্তাহে দুই দিন উপ স্বাস্থ্য কেন্দ্রটি খোলা থাকবে এবং সাধারণ মানুষেরা স্বাস্থ্য পরিসেবা পাবেন। কিন্তু এরপরও ফুলতলী উপ স্বাস্থ্য কেন্দ্রের অবস্থার কোনো বদল হয়নি। সংবাদ লিখা অব্দি ফুলতলী উপ স্বাস্থ্য কেন্দ্রটি তালাবন্ধী এবং উপ স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীরা তালাবন্ধী দেখে নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন। ফুলতলী গ্রামের উপ প্রধান মৃদুল সিনহা জানান যে, ফুলতলী উপ স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে পঞ্চায়েতের পক্ষ থেকে কয়েকবার জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে যোগাযোগ করা হলেও এমনকি লিখিত ভাবে জানানো হলেও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের ভুমিকা নেওয়া হয়নি বলে জানান। এব্যাপারে ঊনকোটি জেলার স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মূখ্য স্বাস্থ্য আধিকারিক তথা জেলার সারভিল্যান্স অফিসার ডঃ শংখ শুভ্র দেবনাথ জানান যে, দপ্তরের নজরে এমন কোনো খবর জানা নেই। এমনকি উনি নিজেও ব্যাক্তিগত ভাবে এমন খবর জানেন না। সংবাদ প্রতিনিধিদের কাছ থেকেই প্রথম শোনলেন। তবে, উনি এও জানান যে, এব্যাপারে খুব শীঘ্রই খোঁজ খবর নেওয়া হবে এবং কেন উপ স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ এর কারণ জেনে দপ্তরের পক্ষ থেকে বিহিত ব্যবস্থা করা হবে।

এব্যাপারে ঊনকোটি জেলার স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মূখ্য স্বাস্থ্য আধিকারিক তথা জেলার সারভিল্যান্স অফিসার ডঃ শংখ শুভ্র দেবনাথ জানান যে, দপ্তরের নজরে এমন কোনো খবর জানা নেই। এমনকি উনি নিজেও ব্যাক্তিগত ভাবে এমন খবর জানেন না। সংবাদ প্রতিনিধিদের কাছ থেকেই প্রথম শোনলেন। তবে, উনি এও জানান যে, এব্যাপারে খুব শীঘ্রই খোঁজ খবর নেওয়া হবে এবং কেন উপ স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ এর কারণ জেনে দপ্তরের পক্ষ থেকে বিহিত ব্যবস্থা করা হবে

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য