দাবি পূরণ না হলে বিজেপি মন্ত্রী বিধায়কদের বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন এন এস ইউ আই এর রাজ্য সভাপতি সম্রাট রায়।ছাত্রদের স্বার্থে একমাত্র এন এস ইউ আইই আন্দোলন করে ।এই দাবি করে ফের বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নামল এন এস ইউ আই ।শনিবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনে সামিল হন।এন এস ইউ আই নেতা কর্মীরা। সংগঠনের রাজ্য সভাপতি সম্রাট রায়ের অভিযোগ জে আরবিটি পরীক্ষা হল ফল প্রকাশ না করে ছিনিমিনি খেলা হচ্ছে । টেট উত্তীর্ণদের নিয়োগের নামে ঝুলিয়ে রাখা হয়েছে ।এমনকি ১০৩৩১৩ নিয়ে ছিনিমেনা খেলা হচ্ছে । সম্রাটর অভিযোগ রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে ।শিক্ষকের অভাবে পঠন-পাঠন লাটে উঠছে। এসব সমস্যার সুরাহা না হলে বিজেপির সমস্ত মন্ত্রী বিধায়কদের বাড়ির সামনে ঘেরাও কর্মসূচি সংগঠিত করার হুমকি দিলেন সম্রাট রায় ।পাশাপাশি তিনি দাবি করেন ছাত্রদের স্বার্থে একমাত্র লড়াই করে এন এস ইউ আই।বিগত দিনেও আন্দোলন করে সফলতা এসেছে।এই দিন প্রদেশ এন এস ইউ আই এর অন্দোলন কারীদের কে এন সি থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।



