০১-০৯-২০২২ তারিখে,১১:৪৫ ঘটিকায়, ব্রিজলাল দে নামে একজন বিডি নাগরিক অসাবধানতাবশত আইবি অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে প্রায় ১০০ মিটার প্রবেশ করেন।
সংঘটিত স্থানটি বিউপি আশাবাড়ীর AOR-তে বেড়া গেট-১৬৫ এর কাছে BP-২০৫৮/M এর প্রান্তিককরণে।তাকে বিওপি আশাবাড়ীতে নিয়ে আসা হয়,১৪৫০ ঘন্টা থেকে ১৫০০ ঘন্টা পর্যন্ত Coy Comdr স্তরের পতাকা বৈঠক ৬০ বিজেবি বিউপি- BP নং ২০৫৯/M এর কাছে শসিদলের সাথে পরিচালিত হয়।যথাযথ রশিদ দিয়ে তাকে হস্তান্তর করা হয়েছে।
বিডি জাতীয় ঠিকানা
ব্রিজলাল দে এস/ও বিজেন্দ দে গ্রাম- ভাগিড়া
PO – মুলচর
পিএস – টুঙ্গি বাড়ি
জেলা – কুমিল্লা
বাংলাদেশ,৬৮ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিক অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে চলে আসেন। বিএসএফ সৈন্যরা তাকে বিওপি আশাবাড়িতে নিয়ে আসে এবং খাবার ও পানি দেয়।এরপর কোয় কমডার বিএসএফ ওই ব্যক্তির বিষয়ে বিজিবি কোয় কমডার বিওপি শশীদলের কাছে যান। পতাকা বৈঠকে বিজিবি এসে তাকে সঙ্গে নিয়ে যায়। বিজিজি বিএসএফের এই ধরনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি উভয় দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে শুভেচ্ছা বার্তা হিসেবে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।



