তেলিয়ামুড়া পৌর পরিষদের বেশ কয়েকটি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে প্রশাসনের এক প্রতিনিধি দল পরিদর্শনে বের হয়েছিল বৃহস্পতিবার। কিন্তু এতে বাধ সাধলো এলাকারই এক কৃষক ড্রেইন নির্মাণ এবং সংস্কারের কাজে। এলাকা সূত্রে জানা গেছে, ওই গুণধর কৃষকের নাম রবি লাল দাস। তিনি আবার আগ মার্কা সিপিআইএম কর্মী। তাই তিনি এলাকার উন্নয়নে অনেকটাই অন্তরাই। তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের নেতৃত্বে প্রশাসনের একটি প্রতিনিধি দল পৌর পরিষদের ১৩, ১৪ এবং ১৫ নং ওয়ার্ডগুলির উন্নয়নের কাজকর্ম নিয়ে পরিদর্শনের বের হয়েছিলেন বৃহস্পতিবার। প্রশাসনের প্রতিনিধির দলটি ১৩ নং ওয়ার্ডে গিয়ে ড্রেইন সংস্কার এবং নির্মাণের জন্য এলাকার মানুষজনের সাথে কথা বলেন। এমন সময় রবি লাল দাস নামে এক কৃষক এসে সংস্কার এবং উনয়নের কাজ না করার জন্য বলে। প্রশাসনের প্রতিনিধি দলটি উনাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু আগমার্কা সিপিআইএম রবিলাল দাস প্রশাসনের কথাবার্তা কর্ণপাতও করেননি। পরে প্রশাসনের দলটি ১৪ এবং ১৫ ওয়ার্ডে চলে যায় উন্নয়নের কাজকর্ম প্রত্যক্ষ করার জন্য। এ ব্যাপারে তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানা১৩, ১৪ এবং ১৫ ওয়ার্ডে গুলিতে বিগত দিনেও উন্নয়নমূলক কাজকর্ম হয়েছিল। কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটাই কম ছিল। তাই ওইসব ওয়ার্ড গুলিতে বর্তমানে উন্নয়নের কাজ কিভাবে আরো ত্বরান্বিত করা যায় সেজন্যই ওয়ার্ডগুলিতে পরিদর্শনে আসেন বলে জানান চেয়ারম্যান রূপক সরকার।।



