পয়লা সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনভর কৈলাসহরের পাইতুরবাজার এলাকায় অবস্থিত বিজেপি ঊনকোটি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় ঊনকোটি জেলা ভারতীয় জনতা ওবিসি মোর্চার কার্যকারিনী বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য ওবিসি মোর্চার সভাপতি সমীর রঞ্জন ঘোষ, ওবিসি মোর্চার কেন্দ্রীয় সম্পাদিকা কৃষ্ণা মহাপতি, বিজেপির ঊনকোটি জেলার সভাপতি পবিত্র দেবনাথ, বিজেপি ওবিসি মোর্চা ঊনকোটি জেলা সভাপতি অমিও সিনহা, ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক সিদ্ধারত দত্ত ও রাজ্য কমিটির এক্সিকিউটিভ কমিটির সদস্য কান্তি লাল নাথ সহ আরও অনেকে। কার্যকারিনী বৈঠক শুরুর আগে দলীয় অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করে ওবিসি মোর্চার ঊনকোটি জেলার সভাপতি অমিও সিনহা। ওবিসি মোর্চার কার্যনারীর বৈঠক শুরু পূর্বে সাংবাদিক সম্মেলনে ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সমীর রঞ্জন ঘোষ বলেন, এই কার্যকারীণী বৈঠকে জেলার পাঁচটি মন্ডলের মন্ডল সভাপতি, সাধারণ সম্পাদক সহ মন্ডলের অন্যান্য কার্যকর্তাগন উপস্থিত আছেন। তিনি বলেন ওবিসি মোর্চার কেন্দ্রীয় নেতৃত্বরা দুদিনের সফরে রাজ্যে এসেছেন। ঊনকোটি জেলা দিয়ে তারা যাত্রা শুরু করেছেন। সারা রাজ্যের সব জেলায় কার্যকারণী বৈঠক হয়ে গেছে। এই জেলায় আজকের বৈঠক শেষ হলে দশটি সাংগঠনিক জেলা কার্যকারণী বৈঠক শেষ হবে। উনি বলেন, এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো আগামী দিনে সংগঠনের রূপরেখা ও দিশা ঠিক করা। এই বৈঠকে ২০২৩ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য রুপরেখা তৈরি করা হবে। তিনি বলেন, সারা রাজ্যের মধ্যে ৪২ শতাংশ মানুষ ওবিসি সম্প্রদায় ভুক্ত। তাই ওবিসি সম্প্রদায়ের জনগণকে সঙ্ঘবদ্ধ করতে হবে। তিনি বলেন রাজ্যের সাতটি আসনের মধ্যে ১৭ টি আসনে ওবিসি সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। বাকি আসন গুলিতেও ওবিসি ভোটার নির্ণায়ক ভূমিকা রাখে। সাংবাদিক সম্মেলনের পর কার্যকারণী বৈঠক শুরু হয়। জেলা কার্যকারিনীর বৈঠকের পর মন্ডল প্রতিটি মন্ডল স্থরে কার্যকারিনীর বৈঠক অনুস্টিত হবে বলে জানান সমীর রঞ্জন ঘোষ
Byte- সমীর রঞ্জন ঘোষ।



