Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যদলিত অংশের মানুষ যে অধিকার অর্জন করেছিল তা ধূলিসাৎ করে দিতে চাইছে...

দলিত অংশের মানুষ যে অধিকার অর্জন করেছিল তা ধূলিসাৎ করে দিতে চাইছে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার- রতন ভৌমিক

অর্থনৈতিকভাবে রাজ্যে দলিত অংশের মানুষ যে অধিকার অর্জন করেছিল আজকে ধূলিসাৎ করে দিতে চাইছে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার। প্রয়াত কবি মন্ত্রীর জন্মদিনে এই অভিযোগ করলেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক। এবছর ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি প্রয়াত কবি মন্ত্রী অনিল সরকারের ৮৩ তম জন্মবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। ২৮ আগস্ট থেকে শুরু হয়েছে কর্মসূচি। বৃহস্পতিবার কবি মন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয় আগরতলা সিটি সেন্টারে সামনে। সেখানে ত্রিপুরার তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রতন ভৌমিক, দিলীপ দাস ,বিপদ বন্ধু ঋষি দাস সহ অন্যান্য নেতৃত্ব। রতন ভৌমিক অনিল সরকারের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন অর্থনৈতিকভাবে রাজ্যের দলিত অংশের মানুষ যে অধিকার গুলি অর্জন করেছিল বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায় আসার পর তা ধূলিসাৎ করে দিতে চাইছে। শুধু তাই নয় তফসিলি অংশের মানুষ যে সামাজিক মর্যাদা পেয়েছিল তাও আজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রতন বাবু বলেন গণতান্ত্রিক সাংবিধানিক ক্ষেত্রে যে অধিকার করা হয়েছিল তা কেড়ে নেওয়ার যে চেষ্টা এর বিরুদ্ধে যেমন লড়াই চলবে , তেমনি রাজ্যেbগণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কবি মন্ত্রী যে সংগ্রাম করেছেন তাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমান সরকারকে উৎখাত করার জন্য দলিত অংশের সমস্ত মানুষকে সংগ্রামে শামিল করার আহ্বানও জানান রতন বাবু।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য