রাজ্যের আরবান দপ্তর থেকে কিছু ভুল সামগ্রী প্রেরণ করা হয়েছিল তেলিয়ামুড়ার পৌর পরিষদ কর্তৃপক্ষকে। যার ফলে পৌর এলাকার গার্বেজ পরিষ্কার করার কাজে নিযুক্ত কর্মীরাও সাফাই করার কাজে বেরিয়ে বিভিন্নভাবে বেগ পেতে হচ্ছে। রাজ্য আরবান দপ্তর থেকে বেশ কিছু থ্রি উইলার এবং টু উইলার ট্রলি প্রেরণ করেছিল তেলিয়ামুড়া পৌর পরিষদকে ‘ডোর টু ডোর গারভেজ কালেকশন’ করার জন্য।
এ প্রসঙ্গে তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান, শহর এলাকায় ওইসব উইলার যুক্ত ট্রলিগুলি সাফাই কর্মীদের কাজে আসবে না। কেননা পৌর এলাকার ডোর টু ডোর সাফাই কর্মীরা অধিকাংশই মহিলা। তিনি এটাও জানান থ্রি উইলার এবং টু উইলার গুলি ভেঙ্গে বিজ্ঞানসম্মত ভাবে টলি সিস্টেম করা হচ্ছে। পৌর পরিষদের সূত্রে জানা গেছে, রাজ্য আরবান দপ্তর থেকে তেলিয়ামুড়া পৌর পরিষদ গারবেজ কালেকশন করার সামগ্রী আমদানি করেছিলেন ডিমান্ড নোটের মাধ্যমে। যা পৌরবাসী তো দূরের কথা গারবেজ সংগ্রহ করা কাজে নিযুক্ত সাফাই কর্মীদের কোন কাজে আসেনি ওইসব সামগ্রী গুলি। তবে পৌর পরিষদের পূর্বতন অফিস চত্বরে গিয়ে প্রত্যক্ষ করা গেল ওইসব ট্রলিগুলি খশে কষে পড়ছে। যা অনেকটা ক্ষয় রোগের মত!



