গোটা রাজ্যের বিভিন্ন থানা এলাকাগুলিতে চুরি কান্ডের ঘটনা নিত্যদিনের। প্রতিনিয়তই চুরি কান্ডের ঘটনা ঘটে থাকলেও নির্বিকার পুলিশ প্রশাসন। চুরি কাণ্ডের ঘটনায় নেপথ্যে কি রহস্য রয়েছে সেটাই প্রশ্ন? এবার তেলিয়ামুড়া থানা এলাকা থেকে আবারো চুরির ঘটনা উঠে আসলো তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে।
সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন গামাই বাড়ি উচ্চ বিদ্যালয়ে চুরি হয়ে যায় বিদ্যালয় শ্রেণি কক্ষের জানালার গ্রীল, বিদ্যালয় কক্ষের বারান্দার গ্রীল ও বাউন্ডারি ওয়ালের জালি সহ বিদ্যালয় এর বিভিন্ন সামগ্রী রাতের অন্ধকারে। চোরের দল রাতের অন্ধকারে দিনের পর দিন চুরি করে নিয়ে যাচ্ছে বিদ্যালয়ের বিভিন্ন সামগ্রী। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা টিঙ্কু দেববর্মা। যদিও বিদ্যালয়ের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় অভিযোগ করা হবে বলে জানা যায়। গামাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে অনায়াসেই চোরের দল বিদ্যালয়ে প্রবেশ করে চুরি করে নিয়ে যাচ্ছে বিদ্যালয় শ্রেণি কক্ষের জানালার গ্রীল, বিদ্যালয় কক্ষের বারান্দার গ্রিল ও বাউন্ডারি ওয়ালের জালি সহ বিদ্যালয়ের বিভিন্ন সামগ্রী। এদিকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, গোটা রাজ্যজুড়ে চুরি কান্ডের ঘটনার নেপথ্যে কি রহস্য রয়েছে তা মূলত উদ্ঘাটনের প্রয়োজন বলে মনে করছে ওয়াকি বহাল মহল। তবে বলাবাহুল্য, এই ধরনের চুরি কাণ্ডের ঘটনা মূলত নেশা সেবনকারী যুবকদের দ্বারা সংঘটিত হচ্ছে বলে বুদ্ধিজীবী মহলের ধারণা।



