Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যমানব ধর্মের শ্রেষ্ঠ দান হলো রক্তদান- মেয়র দীপক মজুমদার

মানব ধর্মের শ্রেষ্ঠ দান হলো রক্তদান- মেয়র দীপক মজুমদার

বুধবার দশমিঘাট ক্লাবের পক্ষ থেকে গণেশ পূজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারও ৭ রামনগর এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত। এদিন মেয়র বক্তব্য রাখতে গিয়ে বলেন যে কোন দেবদেবীর আরাধনার আগে গণেশ পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেকোনো ধরনের পীড়া, ক্লেশ থেকে মুক্তি পেতে গণেশ দেবতার আরাধনা করা প্রয়োজন বলে। তাছাড়া এই দিনে গণেশ পূজার উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন নিয়ে বলতে গিয়ে, তিনি জানান রাজ্যের বিভিন্ন হাসপাতালে রক্তের যে চাহিদা তার যোগান দিতে রক্তদান শিবিরের আয়োজন এবং এখন মানুষ এতটাই সচেতন হয়েছেন যে কোন শুভ কাজের আগে দানের কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন, যার মধ্য দিয়ে শুভ কাজ অর্থাৎ কোন দেবদেবীর আরাধনায় যেমন দেবদেবীর আশীর্বাদ পেয়ে থাকেন ঠিক তেমনি সারা রাজ্যের মানুষেরও আশীর্বাদ এনারা পেয়ে থাকেন। সুতরাং রক্তদান হলো মানব ধর্মের শ্রেষ্ঠ দান, তাই এই শ্রেষ্ঠ দানে যেন সকল অংশের মানুষ এগিয়ে আসেন তার আহ্বান রাখেন মেয়র দীপক মজুমদার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য