Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যঘোষিত হল রাজ্যসভা আসনে নির্বাচনের দিনক্ষণ

ঘোষিত হল রাজ্যসভা আসনে নির্বাচনের দিনক্ষণ

রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনে ফের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো ভারতের নির্বাচন কমিশন। ডাক্তার মানিক সাহা সাংসদ পথ থেকে পদত্যাগ করায় এই আসনটি শূন্য হয়ে পড়ে। ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি থাকাকালীন প্রায় তিন_চার মাস আগে রাজ্যের একমাত্র রাজ্যসভার আসন থেকে নির্বাচিত হয়েছিলেন ডাক্তার মানিক সাহা। এরপর তিনি মুখ্যমন্ত্রী হন। তাই সাংসদ পথ থেকে পদত্যাগ করা জরুরি হয় পড়েছিল। অবশেষে বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি সাংসদ পথ থেকে পদত্যাগ করেন। স্বাভাবিকভাবে এই আসনটি শূন্য হয়ে পড়ে। অবশেষে বুধবার রাজ্যের একমাত্র রাজ্যসভার শুন্য আসনে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে ভারতের নির্বাচন কমিশন। ৫ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি হবে। ১২ তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। 13 সেপ্টেম্বর হবে মনোনয়নপত্র পরীক্ষা। ১৫ সেপ্টেম্বর প্রত্যাহারের শেষ দিন। আর ভোট নেওয়া হবে ২২ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত। এদিনই হবে ভোট গণনা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য