Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যস্বাস্থ্য দপ্তর পরিদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা

স্বাস্থ্য দপ্তর পরিদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা

বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোর্খা বস্তি স্বাস্থ্য দপ্তরে আচমকাই পরিদর্শন করেন সাথে ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। ঐদিন তিনি স্বাস্থ্য দপ্তরের পুরো অফিস ঘুরে দেখেন পাশাপাশি কর্মচারীদের সাথে অনেকক্ষণ সময় কথা বলেন তিনি। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম স্বাস্থ্য দপ্তরে তিনি পরিদর্শনে আসেন, হঠাৎ করে মনে পড়ল স্বাস্থ্য দপ্তরের সাথে উনার আগে থেকেই ভালো সম্পর্ক আর যেহেতু দপ্তরটি উনার তাইপরিদর্শন করাটা খুবই জরুরী। স্বাস্থ্য দপ্তরের অফিসে যাইয়া নিয়ে সমস্যা রয়েছে পাশাপাশি বিল্ডিং ও পূর্ণ হয়ে গিয়েছে এই বিষয়ে দেখবেন তিনি বলে জানান। পরিদর্শনকালে অফিসের কর্মচারীদের কে সময় মত অফিসে আসার নির্দেশ দেন যদি সময় মত না আসে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী আচমকা সকালে এসে অফিসে বায়োমেট্রিক মেশিন লাগিয়ে দিবে বলে জানান। এই দিনের স্বাস্থ্য দপ্তর পরিদর্শনে তিনি অফিসের কর্মচারীদের কাজকর্ম দেখে খুশি হয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য