জানা যায়, বেশ কিছুদিন ধরেই তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় এক যুবক প্রতিনিয়ত মদমত্ত অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল এবং ছোট বাচ্চা থেকে শুরু করে এলাকার মহিলাদের ‘দা’ ও বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে একাধিকবার তারাও করেছে। দীর্ঘদিন ধরে মদমত্ত ওই যুবকের উন্মাদনায় শান্তিনগর এলাকার এলাকাবাসীদের ভয়ে দিন কাটাতে হচ্ছে। মঙ্গলবার রাতেও একই ঘটনা ঘটে ওই এলাকায়। ওই যুবক ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল এবং মানুষজনকে তারা করেছিল। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শান্তিনগর এলাকায়। পরবর্তীতে এলাকার লোকজন একত্রিত হয়ে তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ছুটে যায় শান্তিনগর এলাকায় এবং শত্রুগ্ন দাস নামের ওই যুবককে এলাকারই এক বাড়ি থেকে আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। তার কাছ থেকে উদ্ধার হয় ‘দা’ ‘শাপল’ সহ বিভিন্ন ধারালো অস্ত্র। জানা যায়, ওই যুবকের বাড়িও তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায়। পরবর্তীতে উন্মাদ ওই যুবককে পুলিশ আটক করে থানায় নিয়ে যাওয়ায় এলাকাবাসীদের মধ্যে স্বস্তির ভাব পরিলক্ষিত হয়। এখন এটাই দেখার বিষয় ঐ যুবকের বিরুদ্ধে কি ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুড়া থানার পুলিশ।।



