মঙ্গলবার আগরতলার রবীন্দ্রভবন প্রাঙ্গনে শুধুমাত্র DDU -GKY এর অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্য একটি জব মেলার আয়োজন করা হয়। মেলাটির থিম হল DDU -GKY এর অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্য চাকরির ইন্টারভিউ নেওয়া এবং বিভিন্ন প্রাইভেট সেক্টর এর অধীনে তাঁদের নিয়োগ করা। এই দিনের জব মেলার প্রদীপ প্রজ্জোলন করে উদ্বোধন করেন সম্মানীয় অতিথিগন। এই ইভেন্টে ১০ টিরও বেশি এজেন্সি উপস্থিত ছিলেন এবং প্রার্থীদের ইন্টারভিউ নেন। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে টি আর এল এম এর চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর বিশাল কুমার বলেন এই মেলার মধ্য দিয়ে ২০০রও বেশি নিখপত্র প্রদান করা হবে এবং যে এজেন্সি গুলা রয়েছে তাদের মধ্যে আলোচনা করা হবে যে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের কি কি পদে নিয়োগ করা যায় যাতে করে যুবক-যুবতীরা ভালো অর্থ উপার্জন করতে পারেন ও নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বেকার যুবক যুবতীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।